পাবনা প্রতিনিধিঃ- পাবনায় ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার দুপুরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে আমিনপুর থানা এলাকার মাসুমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক ওরফে নেতা শহীদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে মালঞ্চি গ্রাম থেকে যুবলীগ নেতা মিলন হোসেন মিলন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাবনা জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ প্রমাণিক বাচ্চুকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে আরও আছেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য মো. হেলালউদ্দিন, ছাত্রলীগ নেতা অপূর্ব ওরফে অপু,
চাটমোহরের যুবলীগ নেতা শাহাদত হোসেন, সাঁথিয়া উপজেলার হামিদ ব্যাপারী, সুজানগর উপজেলার আজাহার আলী, ঈশ্বরদী উপজেলার জামাল উদ্দিন, সাতবাড়িয়ার কাদোয়া গ্রামের মাসুদ আহম্মেদ, ভবানীপুর গ্রামের রানা সরদার, সাতবাড়ীয়া গ্রামের মিলন হোসেন ও আটঘরিয়া উপজেলার দেবোত্তর গ্রামের তুষার হোসেন।
তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।