1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, ৪৬তম প্রিলির ফল পুনরায় » Daily Bogra Times
Logo বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় মুক্তিপণ দিতে না পারায়, শিশুর লাশ মিলল পুকুরে বগুড়ায় স্ত্রীর ওপর অভিমানে না ফেরার দেশে স্বামী পাঁচবিবিতে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত  ঘোড়াঘাটে কার্ভাড ভ্যানের চাপায় ভ্যান চালকের মৃত্যু, আহত ২ নাটোরের সিংড়ায় গণশৌচাগার উদ্বোধন  নওগাঁয় প্রকাশ্যে কুপিয়ে একজনকে হত্যা পাঁচবিবিতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সুন্দরগঞ্জে বয়স লুকিয়ে পিয়ন পদে চাকুরি এখন বিপদে পড়েছেন নিজেই রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে অপরাধ ট্রাইব্যুনাল সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্রের বিস্ফোরণে সিভিল ডিফেন্সের গাড়িচালকের মৃত্যু রাণীনগরে পাকা সড়কে একটি বড়গর্ত হওয়ায় কারণে যানচলাচলের চরম দূর্ভোগ জয়পুরহাটে ২১ দফা দাবিতে কনজুমার এসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের চার দিন মরাদেহ উদ্ধার ফুলবাড়ীতে মেয়েশিশুদের আত্মরক্ষামূলক ক্যারাতে প্রশিক্ষণ সম্পন্ন ৪০ টাকা কেজি আলু বিক্রি শুরু টিসিবির

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, ৪৬তম প্রিলির ফল পুনরায়

নিউজ ডেস্কঃ-
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, ৪৬তম প্রিলির ফল পুনরায়
print news

আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত ৪৪তম বিসিএসের ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বাকি প্রার্থীদের সঙ্গে তাদের পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এছাড়া ৪৬তম বিসিএসের পিলিমিনিরি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আজ সোমবার সন্ধ্যায় পিএসসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি চলমান ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষা নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

পিএসসি জানায়, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১৮ জুলাই অনুষ্ঠিত হয়। সরকার পতনের পর ২৫ আগস্ট বাকি মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। পরে গত ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে।

মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক নেওয়া ৪৪তম বিসিএস-এর আংশিক অর্থাৎ ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয় নতুন কমিশনের সভায়। শিগগিরই মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান আছে এবং দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের নিকট পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।

৪৬তম প্রিলির ফল পুনরায়ঃ-

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ের (উপসহকারী প্রকৌশলী) নন-ক্যাডার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করছে। খুব শিগগিরই এ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews