আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির
কয়াকুঞ্চি-চকবাড়িয়া প্রায় ৬ কিলোমিটার সড়কটি গত ৫৩ বছরের পাকাকরণ
হয়নি। ফলে এই এলাকার মানুষ দীর্ঘদিন কাদা-পানি ভেঙে উপজেলায় এসেছে
অনেক দুর্ভোগের মধ্য দিয়ে। কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা
এই সড়কটি পরিদর্শন করেছেন।
জানা গেছে,উপজেলার চাঁপাপুর ইউপির প্রত্যন্ত অঞ্চলের কয়াকুঞ্চি-চকবাড়িয়া
সড়কটি প্রায় ১০টি গ্রামের মানুষ ব্যবহার করেন। গ্রামগুলি হলো গোবিন্দপুর,
দুধিয়া, তালিমপুর, দীঘিরপাড়. ঘাটাতন,শিয়ালসন প্রভৃতি। এই ১০ গ্রামের
শিক্ষার্থী, অনান্য সব পেশার মানুষের একমাত্র চলাচলের মাধ্যম এই সড়কটি।বর্ষা
মৌসুমে সড়কটির বেহাল দশায় পরিনত হয়।
শুকনো মৌসুমে ধুলায় আচ্ছাদিত হয়ে পথচারীদের চলাচল করতে হয়। গত ৫৩ বছর ধরে এই জনপদের মানুষ এই ভাঙা সড়ক
দিয়েই চলাচল করেছে। বর্ষা মৌসুমে স্কুল-কলেজের শিক্ষার্থীরা এই ভাঙা সড়ক
দিয়ে এক হাটু কাদা ভেঙে শিক্ষা প্রতিষ্ঠানে যায়। এই জনপদে কেউ অসুস্থ্য হলেও
এই চলাচল অনপোযোগী সড়কটি ব্য¦হার করতে হয় তাকে।
এই এলাকার বাসিন্দা রফিক বলেন, আমাদের এই সড়কটি কি কোনদিন পাকা হবে
না? আমাদের কষ্টের কথা বলার লোক নেই। তা না হলে একটা সড়ক পাকা করতে ৫৩
বছর লাগে?
উপজেলা পৌকশলী রিপন সাহা বলেন, ইউএনও মোহদয় সড়কটি পরিদর্শন করে
উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। তা ছাড়া এই এলাকায় চকবাড়িয়া
অভিমুখী দক্ষিন গোবিন্দপুর সরকারি বালিকা মোড় থেকে ৬০০ মিটার ও
কয়াকুঞ্চি থেকে ২০০ মিটার সড়কে ইটবিছানো কাজের দরপত্র আহবান করা
হয়েছে। অবশিষ্ট কাজের প্রক্রিয়া শুরু হয়েছে।