গাবতলী( বগুড়া) প্রতিনিধি: গতকাল রবিবার বগুড়ার গাবতলীতে আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গাবতলীর হাঁপানিয়া গ্রামে ২ দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পাতা খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন,নেপালতলী ইউনিয়নবিএনপি’র সভাপতি জুলফিকার হায়দার গামা,নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম টুকু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মন্ডল ফিরোজ, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন খান সাগর ,পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুন,যুবদল নেতা সাইফুল ইসলাম,থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডিটল,সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজার রহমান মোস্তা, ,পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল হাসান লুকু, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরো, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পবন সরকার,পৌর মহিলা দলের সভানেত্রী কানিস সুলতানা সুরভীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ক্যাপশন : বগুড়ার গাবতলীতে কোকোর স্মৃতি স্মরণে ২দিনব্যাপী ঘোড়দৌড় ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন থানা বিএনপি’র সভাপতি মোরশেদ মিলটন।