1. dailybogratimes@gmail.com : admin :
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির নির্বাচন আদালতের আদেশে স্থগিত  - Daily Bogra Times
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম

ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির নির্বাচন আদালতের আদেশে স্থগিত 

মাহবুব হোসেন,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪ Time View
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির নির্বাচন আদালতের আদেশে স্থগিত 
print news

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মহিলা কলেজের গভর্ণিং বডির অভিভাবক সদস্য নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বিজ্ঞ সহকারী জজ (চলতি দায়িত্ব)। উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারী (বুধবার)মহিলা কলেজে অভিভাবকদের ভোটে ৩ জন অভিভাবক সদস্য  নির্বাচন অনুষ্ঠানের কথা ছিলো।

উল্লেখ্য, গত ২ জানুয়ারী ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডি পুনঃগঠনের জন্য তিন জন অভিভাবক সদস্য নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্বাচনী তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশীল অনুযায়ী গত ১৪ জানুয়ারী আমজাদ হোসেন নামক জনৈক অভিভাবক মনোনয়ন পত্র কিনতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোনয়ন পত্র দিতে টালবাহনা করেন। এব্যাপারে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। কিন্তু  ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাকে মনোনয়নপত্র  না দেয়ায় আমজাদ হোসেন বাদী হয়ে গত ২৬ জানুয়ারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হকসহ ৬ জনকে অভিযুক্ত করে কুড়িগ্রামের সহকারী জজ আদালতে একটি পিটিশন দায়ের করেন। শুনানী শেষে  আজ সোমবার ( ৪ ফেব্রুয়ারী) বিজ্ঞ সহকারী জজ আদালত মূল মোকদ্বদমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অভিভাবক সদস্য পদের নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। 

এব্যাপারে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হক জানান, বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার আদেশটি পেয়েছি। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে  বুধবার নির্বাচন হচ্ছেনা বলে তিনি জানান।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews