1. dailybogratimes@gmail.com : admin :
জয়পুরহাটে অর্ধেক দামে পিয়াজ আলু বিক্রি, উপকৃত সাধারণ মানুষ - Daily Bogra Times
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম

জয়পুরহাটে অর্ধেক দামে পিয়াজ আলু বিক্রি, উপকৃত সাধারণ মানুষ

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল 
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬ Time View
জয়পুরহাটে অর্ধেক দামে পিয়াজ আলু  বিক্রি, উপকৃত সাধারণ মানুষ
print news

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাট সদরের পুরানাপৈল ইউপিঃ পুরানাপৈল বাজারের রেন্টির মোড়ে প্রতিসপ্তাহে অর্ধেক দামে সবজি বিক্রির ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সদর উপজেলার যুগ্ম-আহ্বায়ক ও জেলা সদস্য রবিউল ইসলামের আয়োজনে প্রতি শনিবার এই কার্যক্রম পরিচালিত হয়, যেখানে পেঁয়াজ, আলু, কাঁচামরিচসহ নিত্যপ্রয়োজনীয় সবজি বাজার মূল্যের চেয়ে অর্ধেক দামে বিক্রি করা হচ্ছে।

এই কার্যক্রম সম্পর্কে আয়োজক রবিউল ইসলাম বলেন, “বর্তমান বাজারদর সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই আমি স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি সংগ্রহ করে কম দামে বিক্রি করার উদ্যোগ নিয়েছি, যাতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো উপকৃত হয়।”

প্রতি শুক্রবার মাইকিংয়ের মাধ্যমে এলাকার বিভিন্ন স্থানে এই উদ্যোগের প্রচার চালানো হয়, যাতে সাধারণ মানুষ আগেভাগেই জানতে পারেন। ফলে শনিবার সকাল থেকেই পুরানাপৈল বাজারের রেন্টির মোড়ে সবজি কিনতে মানুষের ভিড় জমে যায়।

অত্র এলাকার কয়েকজন ক্রেতা বলেন, “বাজারে পিয়াজ আলুর দাম খুব বেশি না হলেও  আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য কেনাকাটা সব সময়ই কঠিন হয় কঠিন হয়ে পড়েছেকঠিন হয়ে পড়ে।

এখানে অর্ধেক দামে সবজি কিনতে পারায় আমরা অনেকটাই স্বস্তি পাচ্ছি উপকৃত হচ্ছি।”

এই কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবকরাও যুক্ত রয়েছেন, যারা সবজি সংগ্রহ, ওজন করা ও বিক্রির কাজে সহায়তা করছেন। 

আয়োজক রবিউল ইসলাম আরো জানান, এই উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি মানুষ উপকৃত হতে পারেন।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সম্প্রসারিত হলে এবং প্রশাসনের সহায়তা পাওয়া গেলে নিত্যপণ্যের ক্রমবর্ধমান দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews