1. dailybogratimes@gmail.com : admin :
বগুড়ায় ৪ ছিনতাইকারী গ্রেপ্তার: বিদেশী পিস্তল উদ্ধার - Daily Bogra Times
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম

বগুড়ায় ৪ ছিনতাইকারী গ্রেপ্তার: বিদেশী পিস্তল উদ্ধার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩১ Time View
বগুড়ায় ৪ ছিনতাইকারী গ্রেপ্তার: বিদেশী পিস্তল উদ্ধার
print news

বগুড়ায় বিদেশী পিস্তল, তাজা গুলি এবং একাধিক দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের রহমাননগর ও অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়

গতকাল শুক্রবার বিকেল সোয়া ৩টায় বগুড়া সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

গ্রেপ্তার আসামিরা হলেন- শহরের রহমাননগর জিলাদারপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মো: জিহাদ, মালগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত রাঘুর ছেলে মো: রাসু, ইসলামপুর হরিগাড়ী এলাকার চান মিয়ার ছেলে আরিফ আহমেদ কবির এবং সূত্রাপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে মো: রিয়াদ।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, বগুড়া সদর থানায় গত ৭ জানুয়ারি দায়ের করা ছিনতাই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি জিহাদকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহমাননগর একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়৷ এসময় একটি কক্ষ থেকে টেডি বিয়ারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশী পিস্তল৷ তিনটি তাজা গুলি ও একাধিক ধারালো দেশী অস্ত্র উদ্ধার করা হয়।
পরে জিহাদের দেয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র এবং ছিনতাই আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অপরাধী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন জানানো হবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews