1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
মেক্সিকোর গভীর জঙ্গলে প্রাচীন মায়া শহরের সন্ধান » Daily Bogra Times
Logo বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
আইনজীবী হত্যা : ২০ জনকে আটক করলো যৌথবাহিনী বগুড়ায় প্রথম আলো’র অফিসে হামলা-ভাঙচুর শাহজাদপুরে ভূয়া এনজিও কোটি টাকা নিয়ে উধাও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ ওগণসংযোগ যুবদলের প্রকৃত সাংবাদিকতা করতে গেলে শফিকুল ইসলাম শিবলি ও সেরাজুল ইসলাম তোতাকে অনুসরণ করতে হবে’–স্মরণসভায় বক্তারা সিরাজগঞ্জের সলঙ্গায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত জেলা পর্যায়ে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা পাবনায় জয়া ও ক্যাপ্টেন চারকোল  কোম্পানির মালিককে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা  রাণীনগরে অনিয়মে নিয়োগ নেয়ার অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাণীনগরে মাজার-ঈদগাঁর প্রায় ৯০লাখ টাকা আত্মসাতের অভিযোগ গোদাগাড়ীতে কোন অপরাধ না জেনেই তৃতীয় শ্রেণীর সব ছাত্রীকেই পিটুনি শিক্ষককে শোকজ উল্লাপাড়া পৌরসভায় দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন সুন্দরগঞ্জে দোস্ত এইডের ফুড প্যাক বিতরণ  জনসভা সফল করতে নেতাকর্মীদের সাথে সাক্ষাত ও সমাবেশস্থল পরিদর্শন করলেন বিএনপি নেতা ভিপি অমর কৃষ্ণ দাস

মেক্সিকোর গভীর জঙ্গলে প্রাচীন মায়া শহরের সন্ধান

আন্তর্জতিক ডেস্ক
  • শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
মেক্সিকোর গভীর জঙ্গলে প্রাচীন মায়া শহরের সন্ধান
print news

মেক্সিকোর গভীর জঙ্গলে প্রাচীন মায়া শহরের সন্ধান।

ঘন জঙ্গল, বিষাক্ত সাপ, জাগুয়ার কোনও কিছুই সেই নেশা থেকে বিরত রাখতে পারে না। এই আপ্তবাক্য মেনেই ৩০ বছর ধরে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপ অঞ্চলের ঘন জঙ্গলে প্রাচীন মায়া সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজে চলেছেন ডক্টর ইভান শ্প্রাইস।

জঙ্গল তাকে হতাশ করেনি, স্লোভেনিয়ার এই প্রত্নতত্ত্ববিদ ২০১৩ সাল থেকেই জঙ্গুলে লতাপাতা কেটে বের করেছেন একাধিক শহরের ধ্বংসাবশেষ। তবে তার সাম্প্রতিক আবিষ্কারের প্রতি প্রচারের আলো হয়েছে আর একটু জোরালো।

জুন মাসে মেক্সিকোর বালামকুর বাস্তুতান্ত্রিক সংরক্ষণ ক্ষেত্রের মধ্যে এমন এক প্রাচীন মায়া শহরের সন্ধান পেয়েছেন ইভান ও তার দল, যা গড়ে উঠেছিল ৬০০ থেকে ৮০০ খ্রিস্টাব্দের মধ্যে। ইভান এই শহরের নাম দিয়েছেন ওকোমতুন, প্রাচীন মায়া ভাষায় যার অর্থ ‘পাথরের থাম’। প্রত্নতত্ত্ববিদদের দলটির দাবি, প্রাচীন শহরটির গঠনের জন্যই তারা এই নাম বেছে নিয়েছেন। সারা শহর জুড়ে ছড়িয়ে রয়েছে থাম ও পিরামিডের মতো একাধিক স্থাপত্য। যেগুলির কোনওটার উচ্চতা ৫০ ফুটেরও বেশি।পশ্চিম গোলার্ধের অন্যতম প্রাচীন সভ্যতা হল মায়া সভ্যতা। ২০০ থেকে ৯০০ খ্রিস্টাব্দের মধ্য আমেরিকায় কার্যত তাদেরই রাজত্ব চলত। গবেষকেরা জানিয়েছেন, এই সভ্যতার মানুষ জ্যোতির্বিজ্ঞান, গণিত ও বিজ্ঞানে অত্যন্ত পারদর্শী ছিলেন। বলা হয়, চকলেট ও রবারের আবিষ্কারও তাদের হাত ধরে। লেখার প্রচলনও ছিল তাদের মধ্যে। কিন্তু নবম শতক থেকে হঠাৎ করেই ক্ষয়ীভূত হয় এই সভ্যতা। শহরগুলি ছেড়ে চলে যান অধিবাসীরা।

আগেও গভীর জঙ্গল থেকে একাধিক শহর খুঁজে বের করেছেন ইভান। তার মধ্যে উল্লেখযোগ্য, ২০১৩ সালে খুঁজে পাওয়া অষ্টম শতকের শহর চাকতুন। যাতে বাস করত আনুমানিক ৪০ হাজার মানুষ। তার ঠিক এক বছর পরে আবিষ্কৃত লাগুনিতা এবং তামচেন শহরও বেশ গুরুত্বপূর্ণ। তবুও ইভান মনে করেন, ওকোমতুন আবিষ্কার হওয়ার ফলে ঠিক কী কারণে প্রায় ১২০০ বছর আগে শেষ হয়ে গেল মায়া সভ্যতা তার হদিশ মিলতে পারে। হঠাৎ করে নিজেদের তৈরি শহরগুলি ত্যাগ করেছিলেন মায়া সভ্যতার মানুষ। তার পিছনে কি রয়েছে অতিমারি, শত্রুর আক্রমণ, জলবায়ুর অবক্ষয় নাকি স্রেফ জীবনধারার পরিবর্তন?

বালামকু বাস্তুতান্ত্রিক সংরক্ষণ ক্ষেত্রের জীববৈচিত্র ও ঘনত্ব অত্যন্ত বেশি। অন্তত ৮৬ রকম প্রাণীর খোঁজ পাওয়া যায় এখানে। তবে জঙ্গলে প্রবেশ করার কোনও পথ নেই। ইভান তার দলের সদস্যদের সাহায্যে লিডার (লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং) প্রযুক্তির সাহায্যে প্রথমে এলাকার মানচিত্র তৈরি করেন। তার পরে শুরু হয় জঙ্গল কেটে প্রাচীন শহরে পৌঁছনো। জানা গেছে, অন্য মায়া শহরের মতো এই শহরেরও কেন্দ্রে রয়েছে এক বিরাট স্থাপত্য। এ ছাড়া রয়েছে ক্রীড়াঙ্গন, তিনটি বাজার এলাকা, ৫০ ফুট ও ৮০ ফুটের দুটি পিরামিড-জাতীয় স্থাপত্য।

ইভানের এই আবিষ্কার নিয়ে দেশ-বিদেশের একাধিক গবেষকদের দাবি, মায়া সভ্যতা নিয়ে ১৫০ বছর ধরে চলা গবেষণায় নতুন দিক দেখাতে পারবে ওকোমতুন।

সূত্র : বিবিসি।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews