মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর কুড়িগ্রাম,প্রতিনিধিঃকুড়িগ্রামের ফুলবাড়ী বাজারকে আলোকিত ও চুরি রোধে ফুলবাড়ী বাজার বণিক সমিতির আয়োজনে শনিবার রাত ১০টায় বাজারের ১৫ স্পটে ১৫টি হ্যালোজিং ও এনার্জি বাল্ব জ্বালিয়ে উদ্বোধন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ। পরে বাজারের বিভিন্ন স্পর্টের ব্যবসায়ীদের হাতে এনার্জি লাইট বিতরণ করা হয়। বিতরণকালে বক্তব্য রাখেন, বণিক সমিতির সভাপতি সহ- সিরাজুল ইসলাম সেরা, সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন (অব:প্রাপ্ত সেনা সদস্য ), যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টুকু, কোষাধক্ষ্য আমজাদ হোসেনসহ আরো অনেকে।
বক্তারা জানান,ফুলবাড়ী বাজারে বিভিন্ন প্রকার অপরাধ দমনে বিভিন্ন প্রবেশদ্বারে হ্যালোজিং লাইট ও বিভিন্ন গলিতে এনার্জি লাইট স্থাপন করা হলো যাতে রাতে ফুলবাড়ী বাজার আলোকিত থাকে কোন প্রকার চুরির ঘটনা না ঘটে।
ফুলবাড়ী বণিক সমিতির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, ফুলবাড়ী বাজারকে আলোকিত করার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, এতে করে ফুলবাড়ী বাজারে চুরি থেকে শুরু করে বিভিন্ন প্রকার অপরাধ কমে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।