গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ।রোববার সকাল সাড়ে ৯টায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আমাদের সুলতানগঞ্জ” নামের একটা সামাজিক সংগঠন।
উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয় থেকে তিন শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন। কচি-কাচাদের রংতুলির আঁচড়ে রঙিন হয়ে ওঠে কেউ আঁকে শহীদ মিনার, কেউ আঁকে প্ল্যাকার্ড হাতে রফিক-জাব্বারের ছবি, কেউ বা আবার গ্রাম বাংলার অপরূপ দৃশ্য ফুটিয়ে তুলে তার ক্যানভাসে।
শিশুদের জন্য যেন এ এক আনন্দমেলা।প্রথম শ্রেণী ও পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৫ জন বিজয়ীদেও ক্রেস্ট, রংপেন্সিল এর পাশাপাশি সবাইকে একটি করে ফল গাছের চারা দেওয়া হয়।
ক্রেষ্ট ও পুরুস্কার তুলে দেন,সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম। আমাদের সুলতানগঞ্জের প্রধান পূষ্ঠপোষক শফিউল হক, পূষ্ঠপোষক,আমিনুল মাসুম,মুখলেসুর রহমান মুকুল।
সামাজিক সংগঠন আমাদের সুলতানগঞ্জ” এর প্রতিষ্ঠাতা সদস্য মো: শফিউল হক আমাদেরকে জানান, “জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় বৃক্ষ রোপনের বিকল্প নেই।
আমাদের ক্ষুদে বন্ধুরা, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা পরিবেশ নিয়ে সচেতন একটা ধারণা নিয়ে বড় হোক, এমন চিন্তা থেকেই সব বিজয়ীকে আমরা একটা করে ফল গাছের চারা উপহার দিচ্ছি।
উচ্ছ্বসিত শিশুদের পাশাপাশি উপস্থিত ছিলেন অনেক অভিভাবক ও শিক্ষক। উপস্থিত এক অভিভাবক খালেকুজ্জামান বলেন, “এখানে আমার বাচ্চাকে নিয়ে এসে অনেক ভালো লাগছে। গোদাগাড়ীর বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসেছে, প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের যোগ্যতা বাচ্চারা বুঝতে পারবে।
আমরা চাই এরকম বড় আকারে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা মাঝেমধ্যেই হোক, আর আয়োজকদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
আয়োজনের প্রধান সংগঠক আক্তারুজ্জামান রোমেন বলেন, ” আমাদের টিম গোদাগাড়ীর বিভিন্ন জায়গার প্রায় ২০ টি প্রাইমারী স্কুলে গিয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক- সবার কাছ থেকেই আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। বাচ্চাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটুক, এই আমাদের চাওয়া।
সুলতানগঞ্জের তরুণ প্রজন্মের চেষ্টায় এই আয়োজন সফল হয়েছে। আগামীতে আরো ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য যে সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে’ স্লোগান নিয়ে পথচলা এই সংগঠনটি চায় সমাজে সুস্থ ধারার সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে। উল্লেখ্য, বিগত মাসগুলোতে এই সংগঠনের উদ্যোগে বিজয় দিবস কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে