bogra times
ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব পেশাজীবী সংগঠনের নির্বাচন স্থগিত

নিউজ ডেস্কঃ-
জানুয়ারি ১৩, ২০২৬ ৭:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক | 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু এবং প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের পেশাজীবী ও অন্যান্য সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়।

নির্দেশনার মূল বিষয়সমূহ:

ইসির চিঠিতে জানানো হয়েছে, ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই বিশাল কর্মযজ্ঞকে যেকোনো ধরনের প্রভাব বা বিশৃঙ্খলা থেকে মুক্ত রাখতে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। নির্দেশনার আওতায় থাকা সংগঠনগুলোর মধ্যে রয়েছে:

  • শিক্ষা প্রতিষ্ঠান: সব ধরনের অভ্যন্তরীণ নির্বাচন।

  • পেশাজীবী সংগঠন: সাংবাদিক সমিতি, আইনজীবী সমিতিসহ বিভিন্ন পেশার সংগঠন।

  • ব্যবসায়ী ও শ্রমিক সংগঠন: বণিক সমিতি (চেম্বার অব কমার্স), পরিবহন মালিক ও শ্রমিক সমিতি এবং ট্রেড ইউনিয়ন।

  • অন্যান্য: সমবায় সমিতি এবং সকল নিবন্ধিত ও অনিবন্ধিত সংগঠন।

কেন এই নিষেধাজ্ঞা?

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদ নির্বাচনের সময় স্থানীয় বা পেশাজীবী সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় রাজনৈতিক উত্তেজনা বা বিশৃঙ্খলা তৈরি হয়। এ ধরনের নির্বাচনকে পুঁজি করে কেউ যেন জাতীয় নির্বাচনে অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তার করতে না পারে, তা নিশ্চিত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, উল্লিখিত সংগঠনগুলোর যেকোনো পর্যায়ের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারির পর আয়োজন করতে হবে।