bogra times
ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬

ক্ষমতায় গেলে দুর্নীতির কান ধরে টান দেবো: জামায়াত আমির

নিউজ ডেস্কঃ-
জানুয়ারি ১৩, ২০২৬ ৭:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ প্রতিবেদনটি নিচে সাজিয়ে দেওয়া হলো:


নিউজ ডেস্ক | 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতি নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে দুর্নীতির লেজ নয়, সরাসরি কান ধরে টান দেবো।”

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কোনো দলীয় বিজয় নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয় প্রত্যাশা করে। তিনি বলেন, “আমরা আমাদের পরবর্তী প্রজন্মের হাতে একটা নিরাপদ দেশ দিয়ে যেতে চাই। আমাদের এই প্রচেষ্টায় আমরা দেশের আপামর জনগণকে পাশে চাই।”

সশস্ত্র বাহিনীর প্রশংসা ও চব্বিশের অভ্যুত্থান

২৪-এর গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে জামায়াত আমির বলেন, বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণেই ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম সফল হয়েছে। তিনি আরও বলেন:

  • সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা ভবিষ্যতেও জাতিকে পথ দেখাবে।

  • সেনাবাহিনী যেন দেশ ও বিদেশে তাদের কাজের মাধ্যমে সবার প্রশংসা কুড়ায়, সেটিই জামায়াতের প্রত্যাশা।

  • ২৪-এর অভ্যুত্থানের একক কোনো ‘মাস্টারমাইন্ড’ নেই; এ দেশের মুক্তিকামী জনগণই এই বিপ্লবের আসল মাস্টারমাইন্ড।

নির্বাচন নিয়ে প্রত্যাশা

আগামী নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, প্রতিটি ভোটার যদি নিজের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে, তবেই নির্বাচন সুষ্ঠু হিসেবে গণ্য হবে। তিনি বলেন, “এখন পর্যন্ত নির্বাচনের পূর্ণাঙ্গ পরিবেশ নিশ্চিত না হলেও আমরা সরকার ও নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চাই। তবে বিগত দিনের মতো আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা মেনে নেবো না।”

তিনি জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণ সজাগ থাকলে কেউ আর ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিং’ করার সাহস পাবে না।