bogra times
ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬

ইরানে আন্দোলনে নিহত ৬৫০, এয়ার স্ট্রাইকের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্কঃ-
জানুয়ারি ১৩, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক | 

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে গত ২৮ ডিসেম্বর থেকে এ পর্যন্ত অন্তত ৬৫০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর)। নিহতদের মধ্যে ১৮ বছরের কম বয়সী অন্তত ৯ জন শিশু-কিশোর রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ভয়াবহ এই প্রাণহানির ঘটনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এখন চরমে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি
বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধ না হলে ইরানে সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হত্যাযজ্ঞ বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ‘খুব শক্ত বিকল্প’ বিবেচনা করতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র কারোলিন লেভিট এই বক্তব্যের রেশ ধরে জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সামনে সামরিক পদক্ষেপসহ অনেক বিকল্প খোলা রয়েছে। এমনকি প্রয়োজনে ‘এয়ার স্ট্রাইক’ বা আকাশপথে হামলার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

খামেনির পাল্টা জবাব
মার্কিন হুমকির মুখে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি মার্কিন রাজনীতিকদের ‘প্রতারণা বন্ধ করার’ আহ্বান জানিয়ে বলেন, বিদেশিদের উসকানিতে নয় বরং দেশের মানুষ রাষ্ট্র-সমর্থিত সমাবেশের মাধ্যমে সরকারের প্রতি আস্থা দেখাচ্ছে। তিনি দেশজুড়ে আয়োজিত সরকারপন্থী মিছিলগুলোর ভূয়সী প্রশংসা করেন।

তথ্যপ্রমাণ ও মাঠপর্যায়ের চিত্র
সহিংসতার ভয়াবহতা নিশ্চিত করতে কাজ করছে ‘বিবিসি ভেরিফাই’। তারা তেহরানের একটি মরচুয়ারির দৃশ্য এবং বিক্ষোভের বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হতাহতের প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করছে। অন্যদিকে, ইরানে টানা ৯৬ ঘণ্টার বেশি সময় ধরে ইন্টারনেট সম্পূর্ণ বিচ্ছিন্ন (ব্ল্যাকআউট) করে রাখা হয়েছে। ডিজিটাল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং বহির্বিশ্বের সঙ্গে দেশটির যোগাযোগ প্রায় বন্ধ।

ট্রাম্পের সামনে কঠিন চ্যালেঞ্জ
বিবিসির কূটনৈতিক সংবাদদাতা পল অ্যাডামস মনে করছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখন এক জটিল সমীকরণের মুখে। যদি তিনি তার হুমকি অনুযায়ী কোনো পদক্ষেপ না নেন, তবে বিশ্বমঞ্চে তার নেতৃত্ব দুর্বল হিসেবে প্রমাণিত হতে পারে। অন্যদিকে, ইরানে সরাসরি সামরিক হস্তক্ষেপ করলে তা পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী ও ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।