bogra times
ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬

গাবতলীতে হামলায় কৃষক নিহত, আহত ৪

বগুড়া প্রতিনিধিঃ-
জানুয়ারি ১৩, ২০২৬ ৯:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার গাবতলীর এই মর্মান্তিক ঘটনার সংবাদ প্রতিবেদনটি নিচে তুলে ধরা হলো:


বগুড়া প্রতিনিধি | ১২ জানুয়ারি, ২০২৬

বগুড়ার গাবতলীতে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় নারী ও শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রেক্ষাপট

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জাতহলিদা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মৃত বুলু প্রামানিকের তিন ছেলে—মো. মন্টু, মো. বাবলু ও মো. মামুনের সঙ্গে প্রতিবেশী আবু বক্কর সিদ্দিক ও আতাউর রহমানের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘকাল ধরে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় এই বিরোধ চরম আকার ধারণ করলে উভয় পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

হামলা ও মৃত্যু

মারধরের একপর্যায়ে মন্টু, বাবলু ও মামুন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আবু বক্কর সিদ্দিকের ওপর ঝাঁপিয়ে পড়েন। হামলাকারীরা তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন জেমি খাতুন (৩৫), শিফা খাতুন (২৫), ১৫ বছরের কিশোরী বৃষ্টি খাতুন এবং আতাউর রহমান (৫৫)।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবু বক্কর সিদ্দিককে উদ্ধার করে দ্রুত গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের তদন্ত ও বর্তমান পরিস্থিতি

ঘটনার খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) হুমায়ন কবির এবং গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান আনিছ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আনিছুর রহমান জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতকদের আটকে পুলিশের অভিযান চলছে এবং থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

গ্রামটিতে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।