bogra times
ঢাকামঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬

সিলেটে থেকেই শুরু তারেক রহমানের নির্বাচনী প্রচারণা

নিউজ ডেস্কঃ-
জানুয়ারি ১৩, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক | মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

দীর্ঘ প্রায় দুই দশক পর পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন।

সফরের সূচি: দলীয় সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি রাতে আকাশপথে সিলেট পৌঁছাবেন তারেক রহমান। ২২ জানুয়ারি সকালে মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে প্রথম জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর দুপুর ১টায় মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের আইনপুর প্লে গ্রাউন্ড মাঠে এবং বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা কমপ্লেক্স সংলগ্ন মাঠে পৃথক দুটি জনসভায় যোগ দেবেন।

মৌলভীবাজারে ব্যাপক প্রস্তুতি: তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আইনপুর মাঠের জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনসহ শীর্ষ নেতারা মাঠ পরিদর্শন করেছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের প্রার্থী এম নাসের রহমান বলেন, “দীর্ঘদিন পর আমাদের নেতা মৌলভীবাজারে আসছেন, এটি আমাদের জন্য বড় সুযোগ। আমরা আশা করছি, এই জনসভা স্মরণকালের সেরা সমাবেশে পরিণত হবে।”

ঐতিহাসিক প্রেক্ষাপট: সর্বশেষ ২০০৫ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সিলেট সফর করেছিলেন। দীর্ঘ ১৭ বছর পর মৌলভীবাজারে এবং ২০ বছর পর সিলেটে তার এই উপস্থিতিকে কেন্দ্র করে সিলেট বিভাগজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা দেখা দিয়েছে। সফরকালে তিনি সংশ্লিষ্ট জেলাগুলোর মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে ভোটারদের সামনে পরিচয় করিয়ে দেবেন।