পাবনা প্রতিনিধিঃ- বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেছেন, ৭১ সালে আপনারা পাকিস্থানীদের পক্ষ নিয়ে আমাদের বিরোধীতা করেছেন। এখন আবার ষড়যন্ত্র করছেন।
৭১ কে বাদ দিয়ে কিছু করলে আমরা মানবো না। বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলার ন্যায় পাবনায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, ওবাদুর রহমান চন্দন প্রমূখ।
প্রধান অতিথি ইকবাল মাহমুদ টুকু বলেন, সংস্কার করতে হলে পার্লামেন্ট লাগবে। আর বিএনপি এমন কোনো বিষয় নাই যা সংস্কার করে নাই। এখন একটি দল নির্বাচনের আগে সংস্কার চাচ্ছে, স্থানীয় নির্বাচন চাচ্ছে। স্থানীয় নির্বাচন আগে করা মানে আওয়ামীলীগকে নিয়ে আসা। কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়।
ফ্যাসিষ্ট খুনি শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, তিনি দেশে ফিরবেন আসবেন ঠিকই খুন আর দূর্ণীতির দায়ে জেল খাটার জন্য। ভারত প্রসঙ্গ টেনে বলেন, ভারত প্রতিবেশি বৃহৎ, শক্তিশালী ধনী রাষ্ট্র। কিন্তু আপনি যদি মোড়লগিরি করতে চায় বাংলার মানুষ তা মেনে নেবে না।
আমরা আত্ম সম্মান নিয়ে আপনাদের চোখে চোখ রেখে কথা বলবো। তিনি অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আপনার দেশে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আসেননি। আপনাদের একমাত্র দায়িত্ব জাতীয় সংসদ নির্বাচন দেয়া।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে আরো বলেন, বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আপনারা কোনো ষড়যন্ত্রে পা দিবেন না। আগামী ভোটের জন্য প্রস্তুত হন। জনগনের মন জয় করেন। তাহলে বিজয়ী হতে পারবেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে এক নতুন বাংলাদেশ আসছে।
সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নানা যানবাহন ও মিছিল নিয়ে জনসভাস্থলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মি ও সমর্থকেরা জড়ো হন। জনসভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।