নওগাঁ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ ।
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে দেওয়া সাজার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নওগাঁ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ রায়কে ফরমায়েশি উল্লেখ করে রায় বাতিলের দাবি জানান তারা। রোববার বেলা ১১ টায় বিএনপিপন্থি আইনজীবীরা নওগাঁ জেলা জজকোর্ট এলাকায় বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. সৈয়দ তাজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এ্যাড. রেজাউল করিম এবং এ্যাড. মিনহাজুল হকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মো. সরওয়ার জাহান, নির্বাহী কমিটির সিনিয়র সদস্য এ্যাড. জাকারিয়া হোসেন, এ্যাড. ইকবাল জামিন, এ্যাড. আব্দুল মোত্তালেব প্রমুখ।
বক্তারা সমাবেশে এ রায় বাতিলের দাবি জানান। তারা আরও বলেন মানুষ এদেশে পদ্মা সেতু চায় না। দু’বেলা দু’মুঠো ভাত খেয়ে বাঁচাতে চায়। বর্তমান সময়ে দ্রব্যমূল্যে আগুন ধরে গেছে। সাধারণ মানুষ এই অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি চায়। শান্তি মতো একটু বাঁচাতে চায়। বিএনপিপন্থি আইনজীবীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান তারা।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গত বুধবার (২ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোঃ আছাদুজ্জামানের আদালত তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন।