1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
একাদশে ভর্তির ফি ও প্রক্রিয়া জানাল মন্ত্রণালয় » Daily Bogra Times
Logo সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ :
বদলগাছীতে বাস- ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত -১, আহত-২ ফুলবাড়ীতে সাংবাদিক সম্মাননা প্রদান উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২৪ এর গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত ব্যাটারিচালিত রিকশা চলবে, হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা হামলার পেছনে ফেসবুক গ্রুপ, ডিএমআরসি কলেজের ক্ষতি ৭০ কোটি : অধ্যক্ষ ঢাকার বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার সরকারে শরিকানা নিশ্চিতে কিছু বাম-ডান উন্মত্ত হয়ে গেছে : মাহফুজ সিরাজগঞ্জ সরকারি কলেজ পরিদর্শন করলেন বিএনপি নেতা ভিপি অমর কৃষ্ণ দাস নওগাঁয় নকল নবীশদের চাকুরী জাতীয়করণের দাবীতে আমরণ অনশন সুন্দরগঞ্জে দুর্যোগ-জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ আত্রাইয়ে ইউপি সদস্যের পুকুরে বিষপ্রয়োগে চার লাখ টাকার মাছ নিধন দুর্যোগ ঝুকিঁ হ্রাসে জেলায় যৌথ পরিকল্পনা সভা বগুড়ার আদমদীঘিতে জমিতে রবিশস্য চাষে লক্ষমাত্রা নির্ধারণ ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২৪ উদযাপন ‘গবেষণায় শিল্পোদ্যোক্তাদের নিয়ে ৪র্থ শিল্প বিপ্লবের দুয়ার উন্মোচন’ শীর্ষক কর্মশালা

একাদশে ভর্তির ফি ও প্রক্রিয়া জানাল মন্ত্রণালয়

অনলাইন ডেস্কঃ
  • রবিবার, ৬ আগস্ট, ২০২৩
Screenshot 6 8
print news

একাদশে ভর্তির ফি ও প্রক্রিয়া জানাল মন্ত্রণালয় ।

চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, ভর্তি ফি ও অন্যান্য সব তথ্য সম্বলিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান স্বাক্ষরিত নীতিমালা প্রকাশ করা হয় অনলাইনে।

ভর্তির যোগ্যতা: ২০২১, ২০২২, ২০২৩ সালে দেশের যেকোনো শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যাল থেকে উত্তীর্ণসহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।এছাড়া বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা ঢাকা শিক্ষা বোর্ড থেকে সনদের মান নির্ধারণের পর ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

গ্রুপ নির্বাচন প্রক্রিয়া: বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি গ্রুপে; ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যেকোনো একটি গ্রুপে এবং মানবিক থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি গ্রুপে; যেকোনো গ্রুপ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত গ্রুপের যেকোনো একটি; মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি গ্রুপ নির্বাচন করতে পারবেন।

নীতিমালা অনুযায়ী, আগামী ১০ আগস্ট থেকে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন নেয়া হবে তিন ধাপে। প্রথম ধাপে ২০ আগস্ট পর্যন্ত এবং তৃতীয় ধাপে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত ভর্তি নেবে কলেজগুলো। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

তবে এই সময়ের মধ্যে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী এবং ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর জন্য অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে।

আবেদন ফি: নীতিমালায় গত বছরের মতো এবারও আবেদন ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। রেজিষ্ট্রশন ফি করা হয়েছে ৩৩৫ টাকা। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া: শিক্ষার্থীরা এই http://xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটি ওপেন করা হবে আগামী ১০ আগস্ট থেকে। শিক্ষার্থীদের আবেদন করার আগে ফি জমা দিতে হবে। ফি কোনো ব্যাংকে না গিয়ে বিকাশের মাধ্যমেও পরিশোধ করা যাবে। এরপর পছন্দ অনুযায়ী কলেজ বাছাই করে সাবমিট করতে হবে। শিক্ষার্থীরা অনলাইনে শুধু আবেদন করতে পারবে।

আবেদনের সময়সূচি: প্রথম ধাপে আবেদন গ্রহণ করা হবে আগামী ১০ থেকে ২০ আগস্ট পর্যন্ত। ৩১ আগস্ট পুনর্নিরীক্ষণের আবেদন করে ফল বদলানো শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেয়া হবে। ৫ সেপ্টেম্বর প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে। ৭ থেকে ১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চিতকরণের সুযোগ থাকবে নির্বাচিত শিক্ষার্থীদের।

১২ থেকে ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে এবং ফল প্রকাশ হতে পারে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশনের ফল ১৬ সেপ্টেম্বর এবং ১৭ ও ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে নির্বাচিতদের নিশ্চিতকরণের সুযোগ থাকবে। আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews