জামান মৃধা, ডিমলা (নীলফামারী): নীলফামারীর ডিমলায় অনলাইন জুয়া খেলায় হেরে সর্বস্বান্ত ও দেনায় জর্জরিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আলিনুর ইসলাম (৪০) নামের এক যুবক। গত বৃহস্পতিবার প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আলিনুর ইসলাম উপজেলার সদর ইউনিয়নের পাথরখুড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। পেশায় ছিলেন সে একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী।
মৃত আলিনুর ইসলামের প্রতিবেশী নুর ইসলাম জানান, আলিনুর ইসলাম বিভিন্ন এনজিও থেকে ১৩ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। বেশ কিছুদিন আগে তিনি জানতে পারেন আলিনুর ইসলাম অনলাইন জুয়া খেলায় আসক্ত। এনজিও থেকে ঋণের টাকা জুয়ায় হেরে গেলে কিস্তির টাকা দিতে না পারায় সে কিস্তির চাপে পড়ে যায়। এছাড়া স্থানীয় লোকজনের কাছ থেকেও টাকা ধার-দেনা করেছেন। আলিনুর সেই টাকাও হেরে যায়।
তিনি আরো জানান, এ কারণে দুঃখ-কষ্টে মনের ক্ষোভে এনজিওর কিস্তির টাকার চাপে দেনা থেকে বাঁচতে নিজ দোকানে গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করা হয়। শুক্রবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাথরখুড়া গ্রামের হযরত আলী, আব্দুল করিম, জুলহাস, ইয়াসিন আলী, ফুল খা ও ইব্রাহিমসহ আরো অনেকেই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলিনুর ইসলাম ঋণে জর্জরিত। সে অনলাইন জুয়া খেলায় সর্বস্বান্ত হয়ে আত্মহত্যা করেছেন। এখান থেকে আমাদের অনেকের শিক্ষা নেওয়া উচিত।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে এলাহী জানান, ঋণের দায়ে জর্জরিত হয়ে আলিনুর ইসলাম আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।