পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুন অর রশিদ বলেছেন,শেখ মুজিবুর রহমান যে আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন, আজ শেখ হাসিনা সে নৌকাকে ডুবিয়ে দিয়ে গেছে- এই নৌকা আর বাংলাদেশে জাগ্রত হবেনা। শেখ মুজিব আর শেখ হাসিনার মধ্যে কোন পার্থক্য নেই। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার পরে ক্ষমতায় এসে রক্ষীবাহিনী গঠন করে বাংলাদেশের নিরীহ, নিরপরাধ মানুষকে হত্যা করে,গুম করে বিচারবহির্ভূত শাসন ব্যবস্থা কায়েম করেছিল। ভোট চুরির মধ্য দিয়ে সংসদ গঠন করেছিল। বাংলাদেশে এক দলীয় শাসন কায়েম করেছিল। তাঁর কন্যা দীর্ঘদিন পর ক্ষমতায় এসে, চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঠিক একই পথে হেঁটেছিল। শেখ হাসিনা শাসন আমলে এদেশের সর্ব শ্রেণির মানুষ যুলুম এবং নির্যাতনের স্বীকার হয়েছিল। আল্লাহ জুলুমকারীকে ছেড়ে দেননা, ধ্বংস করেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাসেম ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হারুনুর রশিদ আরো বলেন, আপনি কিসের সংস্কার করতে চান, শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশের শতকরা ৮০ ভাগ সংস্কার হয়ে গেছে। বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে, জনগণ যতবার ভোট দিতে পেরেছে- ততবারই বিএনপি কত ক্ষমতায় এসেছে। ‘
তিনি বলেন, ‘আওয়ামী লীগের দোসরা গত ১৫ বছর বিনা ভোটে ক্ষমতায় থেকেছে। জনগণের সাথে ভোটের নামে তামাশা করেছে, প্রতারণা করেছে। যে সমস্ত পুলিশ এবং প্রশাসনের লোকেরা এই তামাশার নির্বাচনে সহায়তা করেছে- তাঁদেরকে সনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, আপনি সিন্ডিকেট ভাঙতে পারেননি।’
সমাবেশ সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট ও পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহরুল আলম তরফদার রুকু প্রমুখ। এই ঐতিহাসিক বিশাল সমাবেশে জয়পুরহাট জেলার ৫টি উপজেলার হাজার হাজার নেতাকর্মীরা এ সমাবেশে যোগদান করেন।