বগুড়া থেকে প্রকাশিত জনপ্রিয় আঞ্চলিক সংবাদপত্র “দৈনিক চাঁদনী বাজার” ৩৫ বছরে পদার্পণ করেছে। ১৯৯১ সালে মরহুম মজির উদ্দীন তালুকদারের হাত ধরে শুরু হওয়া এই পত্রিকা তিন দশকেরও বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে।
বর্তমানে প্রকাশক: সাবু ইসলাম ও ভারপ্রাপ্ত সম্পাদক: এ্যাড. ওবায়দুল ইসলামের সফল প্রয়াসে পাঠকের আস্থা অর্জন করে উত্তর-অঞ্চলের অন্যতম পাঠক প্রিয় সংবাদপত্র হিসেবে স্বগৌরবে এগিয়ে চলছে। এর পূর্বে সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ত পালন করেন সুমনা রায় (২০০৭-২০২৪), মাকছুদার রহমান ( খুকু) ছিলেন পত্রিকার প্রথম প্রকাশক (১৯৯১-২০০৭)।
পত্রিকাটি মূলত জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, শিক্ষাসহ নানা বিষয়ে সংবাদ প্রকাশ করে থাকে। অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার নির্ভুল তথ্য ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই পত্রিকা ডিজিটাল প্ল্যাটফর্মেও পা রেখেছে। বর্তমানে ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিব চ্যানেলের মাধ্যমে দেশ-বিদেশের পাঠকদের জন্য তথ্যপ্রাপ্তি আরও সহজ করে তুলেছে।
দৈনিক চাঁদনী বাজার এর প্রকাশক সাবু ইসলাম– ভবিষ্যতেও সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘আমরা পাঠকদের আস্থা ধরে রাখতে চাই এবং আগামী দিনে আরও তথ্যবহুল ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরো বলেন, “আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আরও বেশি সক্রিয় হওয়ার পরিকল্পনা করছি। এর মাধ্যমে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারব।”
পত্রিকায় কর্মরত সাজ্জাদ হোসাইন বলেন, ‘চাঁদনী বাজার-এ কাজ করা আমার জন্য একটি গর্বের বিষয়। এখানে সত্যনিষ্ঠ সাংবাদিকতার যে চর্চা হয়, তা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। দীর্ঘ ৩৫ বছরের এই যাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত।’
দৈনিক চাঁদনী বাজার-এর ৩৫ বছর পূর্তি উপলক্ষে পাঠকরাও তাদের অনুভূতি প্রকাশ করেছেন। দীর্ঘদিনের পাঠক রফিকুল ইসলাম বলেন, ‘আমি বিগত ২০ বছর ধরে এই পত্রিকা পড়ে আসছি। সত্য ও নিরপেক্ষ সংবাদের জন্য চাঁদনী বাজার আমার প্রথম পছন্দ।’
তরুণ পাঠক সুমাইয়া রহমান বলেন, ‘চাঁদনী বাজার শুধু সংবাদই দেয় না, এটি সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। আমি এর (ডিজিটাল সংস্করণ) ফেসবুক পেজ নিয়মিত অনুসরণ করি।’
ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘এই পত্রিকাটি আমাদের ব্যবসা, অর্থনীতি এবং দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা দেয়। আমি প্রতিদিন এটি পড়ি এবং অনেক উপকৃত হই।’
গত ২২ ও ২৩শে ফেব্রুয়ারি দৈনিক চাঁদনী বাজার পত্রিকার ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এ সময় পত্রিকার সকল অফিস স্টাফ ও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।