1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
একযুগ পর পুণরায় বোনারপাড়ায় রামসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন » Daily Bogra Times
Logo শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
সারিয়াকান্দিতে মহিলাদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত জামায়াতে ইসলামী দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করে-অধ্যক্ষ শাহাবুদ্দিন বিরামপুরে আদিবাসী নারীর লাশ উদ্ধার  সিরাজগঞ্জে কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত নারী শ্রমিকরা গণপ্রকৌশল দিবস-২৪ ও আইডিইবি’র গৌরবোজ্জ্বল ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সিংড়ায় গৃহবধূর লাশ উদ্ধার রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বগুড়ায় কাঁচা মরিচ উঠানো শুরু, কমবে দাম হিলিতে নারী উদ্যোক্তা সদস্যের শো-রুম উদ্বোধন উল্লাপাড়ায় বাসাবাড়ি জোলার কালভার্ট চলাচল অযোগ্য, জনদূর্ভোগে মানুষ পদ্মা সেতু হয়ে বেনাপোল-যশোর-নড়াইল-খুলনা-ঢাকা ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম

একযুগ পর পুণরায় বোনারপাড়ায় রামসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন

মোঃ নাফিউল ইসলাম গোবিন্দগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধিঃ
  • মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
একযুগ পর পুণরায় বোনারপাড়ায় রামসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন
print news

একযুগ পর পুণরায় বোনারপাড়ায় রামসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন ।

মোঃ নাফিউল ইসলাম গোবিন্দগঞ্জ, গাইবান্ধা প্রতিনিধিঃ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন,রংপুরের ৮জেলার প্রতি বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই অঞ্চলের মানুষের সমস্যা সমাধানে নিজে কাজ করছেন। যা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।এই সরকার মান্দাতা আমলের কৃষি ব্যবস্থাকে যান্ত্রিক কৃষি ব্যবস্থায় উন্নতিকরণ করেছেন। এই দেশের মানুষকে অর্থনৈতিক স্বাবলম্বী করতে কাজ করছেন।এই দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়ন বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। গর্ভবতী মহিলাদের ভাতা প্রদান করছেন। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে মেয়েদের শিক্ষা ব্যবস্থা শুরু করেছেন। 

মঙ্গলবার (২৯ আগস্ট) গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে বন্ধ হওয়া রামসাগর এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

FB IMG 1693310130515

রেলমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী রেল মন্ত্রণালয়কে পৃথক মন্ত্রণালয় ঘোষণা করে রেল বিভাগকে উন্নত করতে কাজ করে যাচ্ছেন। যা ইতিপৃর্বে  কোন সরকার করে নাই।তিনি আরও বলেন, বর্তমানে বিএনপি-জামায়াত জোট ক্ষমতার লোভে দেশব্যাপী পুনরায় আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা ইতোপূর্বেও এই দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে মেরেছে। তাদের এই আগুন সন্ত্রাস বন্ধ করতে আপনাদের সহযোগীতা প্রয়োজন। 

সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এস.এম সামশীল আরেফিন টিটুর  সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপনের সঞ্চালোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ প্রমুখ।

প্রথমে ২০১০ সালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশন থেকে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছিল। এটি বোনারপাড়া থেকে সকাল সাড়ে ৬ টায় ছেড়ে দিনাজপুর স্টেশনে ১১ টা ৪০ মিনিটে পোঁছায়। সেখান থেকে বিকেল ৩ টা ৫০ মিনিটে ছেড়ে রাত সোয়া ৯ টার দিকে বোনারপাড়ায় ফিরছিল। ট্রেনটি সকালে গাইবান্ধা, কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুরে যাওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার মানুষের কাছে বিশেষ করে অফিস কর্মচারীদের কাছে এটি জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু রেল কর্তৃপক্ষ কোনো নোটিশ ছাড়াই ২০১২ সালের ২৪ আগস্ট তারিখে হঠাৎ করে ট্রেন হঠাৎ চলাচল বাতিল করে দেয়। বর্তমানে বোনারপাড়া থেকে পঞ্চগড়ের বী.মু.সি.ই পর্যন্ত ২৬৪ কিলোমিটার রুটের ২৪টি স্টেশনে যাত্রাবিরতি করবে দ্বিতীয় মেইল ৫৯/৬০নং ওই ট্রেনটি।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews