1. dailybogratimes@gmail.com : admin :
ডিমলায় রমজান মাসজুড়ে বাজার মনিটরিংয়ের দাবি - Daily Bogra Times
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা ফুলবাড়ীতে উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন জয়পুরহাটে ছাত্রদল নেতাকে কুপিয়েছে সন্ত্রাসিরা নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন  পাবনায় সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ.লীগ নেত্রী গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী  চৌধুরী গ্রেফতার বগুড়ার গাবতলী দুর্গাহাটা ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল  যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত কাল আসবে জাতিসংঘ মহাসচিব, করবেন রোহিঙ্গাদের সাথে ইফতার ফুলবাড়ীতে শীত কমে বাড়ছে গরম ঘরে ঘরে জ্বর-সর্দি ও কাশি

ডিমলায় রমজান মাসজুড়ে বাজার মনিটরিংয়ের দাবি

জামান মৃধা, ডিমলা (নীলফামারী)ঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৪ Time View
ডিমলায় রমজান মাসজুড়ে বাজার মনিটরিংয়ের দাবি
print news

মধ্যপ্রাচ্যসহ অনেক জায়গায় রমজান মাস উপলক্ষে বিশেষ ছাড় দেন প্রায় প্রতিটি পণ্যে। পক্ষান্তরে এখানে  রমজান মাস সামনে রেখে প্রতিবছর কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেন কয়েকগুণ। আর এতে চরম সঙ্কটে পড়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন। এ বছর যেন এমন না হয়, সেজন্য রমজানের আগেই কঠোরভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং এর দাবি নীলফামারীর ডিমলা উপজেলা বাসীর।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সরেজমিনে উপজেলা সদরের বাবুরহাট, গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়িরহাট, পূর্ব ছাতনাই ইউনিয়নের কলোনীরহাট, খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া নতুন বাজার, ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানিরহাটসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

এ সময় খেজুর, আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, চাল, ডাল, আটা, ময়দা, ছোলা, প্যাকেটজাত দুধ, চিনি, বিভিন্ন প্রকার মসলা, গুড়, ডিম, বোতলজাত সয়াবিন তেল গরু, দেশি মুরগি ও বয়লার মুরগির মাংসসহ বেশ কিছু পণ্যের বাড়তি দাম রাখতে দেখা যায় দোকান ব্যবসায়ীদের। 

শীতকালীন সবজির মৌসুম এখনো চলমান থাকায় গ্রামঅঞ্চলের বাজারগুলোতে সবজির দাম কিছুটা স্বস্তির। এছাড়া সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় এবার রমজানে মোটামুটি সবজির বাজার স্থিতিশীল থাকবে বলে বাবুরহাট বাজারের সবজি বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে।

শুটিবাড়ি বাজারের কাঁচামাল ব্যবসায়ী গোলাম রব্বানী জানান, অন্যান্য বছর রমজানের সময় সরবরাহ কম থাকায় সবজির দাম বাড়তি থাকে। তবে এবার পবিত্র মাহে রমজান শীতকালীন সবজির মৌসুমে হওয়ায় দাম বাড়তির আশঙ্কা নেই।

এদিকে মোটামুটি সবজির কাঁচা বাজার স্থিতিশীল থাকলেও চাল, ডাল, ছোলা, বিভিন্ন জাতের ফল, বোতলজাত সয়াবিন তেল, মাছ ও মাংসের বাজার রমজানের আগেই বেশ চড়া। প্রকারভেদে বাজারে চালের দাম বেড়েছে ৩ থেকে ৫ টাকা। বিআর আটাশ ৬৫ থেকে ৬৮ ও মোটাচাল ৫৩ থেকে ৫৮ কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডাল, ছোলা, চিনি, বোতলজাত সোয়াবিন তেল, বিভিন্ন প্রকার ফল ও মাছ-মাংস। রমজান মাসে এ সকল পণ্যের দাম আরো বাড়তে পারে বলে ধারণা করছেন ক্রেতা সাধারণ।

ডালিয়া নতুন বাজারে বাজার করতে আসা আব্দুল করিম জানান, রমজান মাস আসছে সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম আবারও বাড়াবে। বাজার তদারকি করার কেউ নাই! যার যেমন ইচ্ছা দাম নিচ্ছে। রোজার মাস জুড়ে বাজার তদারকি অব্যাহত থাকলে এমনটি আর হবে না। তাই রমজান মাস জুড়ে  বাজার মনিটরিং করা জরুরী। 

মাংসের বাজারেও অতিরিক্ত দাম নেয়া হচ্ছে বলে দাবি ক্রেতাদের। বাজারে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। এ সময় বাজারের দোকানগুলোতে মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে দেখা যায়নি। দোকানগুলোতে প্রতি কেজি গরুর মাংস ৬৭০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে বেশ চড়া মুরগির মাংসের বাজারেও। বয়লার মুরগি প্রতি কেজি ২৪০ থেকে ২৫০ টাকা, সোনালী মুরগি ৩৪০ থেকে ৩৫০ টাকা ও দেশি মুরগি ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

গরুর মাংস কিনতে আসা ষাটোর্ধ্ব বয়সী জমিলা খাতুন নামের এক ক্রেতা বলেন, আগে মাসে অন্তত একবার গরুর মাংস কিনতাম। বর্তমানে মাংসের দাম অনেক বেশি, তাই আপাতত মাংস কেনা বন্ধ রেখেছি। মুরগির দামও অসহনীয়। আমাদের মত নিম্নবিত্ত পরিবারের জন্য বাজার করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাজারে প্রশাসনের নিয়মিত নজরদারি থাকলে এমনটি হতো না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা  মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ বলেন, পবিত্র রমজান মাস সামনে রেখে প্রতি বছরই কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। এতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হন। এ বছর যেন এমনটি না হয়। সেজন্য রমজানের আগেই কঠোরভাবে বাজার মনিটরিং করা দরকার।

তিনি আরো বলেন, রমজানে গরিব, অসহায় মানুষ যাতে নির্বিঘ্নে রোজা রাখতে পারেন সেজন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চাহিদা মত পণ্য বিতরণের ব্যবস্থা করা উচিত। পুরো রমজান মাসজুড়ে টিসিবির মাধ্যমে (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পন্য বিক্রি বাড়ানো উচিত। যাতে ভোক্তা  তার চাহিদা মত পণ্য কিনতে পারে।

সুধীজনের মতে, প্রতিবছর রমজান আসা মানে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া। আর এতে নিত্যপণ্যের দাম নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। এই বিষয়টি মাথায় রেখেই রমজান মাস জুড়ে বাজার মনিটরিং জোরদার করতে হবে। উপজেলা প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে। 

এ বিষয়ে জানতে চাইলে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, পবিত্র রমজানে কোন অসাধু কারসাজি যেন না হয় সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে কেউ অসাধু উপায়ে মুনাফা লাভ করতে পারবে না। বাজারে আমাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো খবর দেখুন
© All rights reserved © Daily Bogra Times/2025
Theme Customized BY LatestNews