বলিউড ও হলিউড শীর্ষ পাঁচ ।
১. ড্রিম গার্ল ২
২. লাভ-অল
৩. পাঁচ কৃতি ফাইভ এলিমেন্টস
৪. কিং অফ কোঠা
৫. আকেলি
ড্রিম গার্ল ২
‘ড্রিম গার্ল’ (২০১৯), ‘দ্য গ্রেট ওয়েডিংস অফ মুন্নেস’-এর (ওয়েব সিরিজ, ২০২২) জন্য খ্যাত রাজ শা-িল্য পরিচালিত কমেডি ফিল্ম। করম (আয়ুষ্মান খুরানা) তার বাবা জগজিতের (আন্নু কাপুর) সঙ্গে এক বাড়িতে থাকে। বেকার করম অনুষ্ঠানে পারফর্ম করে জীবিকা নির্বাহ করে। এ মধ্যে তার ৪০ লক্ষ রুপি কর্জ হয়েছে এছাড়া পাড়া পড়শিদের কাছ থেকেও সে মাঝে মধ্যে ধার করে চলে। করম পরিকে (অনন্যা প্যাটেল) ভালবাসে। স্বাভাবিকভাবেই পরির বাবা জয়পাল (মনোজ জোশি) এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে রাজি নয়। জয়পাল শর্ত দিয়েছে সব কর্জ শোধের পর যদি ব্যাঙ্কে ২৫ লক্ষ রুপি দেখাতে পারে তাহলেই এই সম্পর্ক সম্ভব হবে। সময় মাত্র ছয় মাস। এসময় আসে করমের বন্ধু স্মাইলি (মনজোত সিং) যে করমকে সে যে বারে কাজ করে তাতে পারফর্ম করতে বলে। সে উপায়ন্তর না দেখে সোনা বারে কাজ করতে রাজি হয়। করম পরিকল্পনা মত পূজা সেজে সজন তিওয়ারি ওরফে সোনা ভাইয়ের (বিজয় রাজ) সঙ্গে সাক্ষাত করে কাজ চায়, সোনা ভাই তার রূপে মুগ্ধ হয়ে নাচার জন্য তাকে নিয়োগ দেয়। এদিকে স্মাইলি সাকিনাকে (আনুশা মিশ্র) ভালবাসে, যার বাবা আবু সেলিম (পরেশ রাওয়াল) বিয়েতে রাজি তবে তার শর্ত হল তার ছেলে শাহরুখকে বিষণ্ণতা রোগ থেকে সারিয়ে তুলতে হবে, আর যে তা করতে পারবে তাকে ১০ লক্ষ রুপি পুরস্কারও দেয়া হবে। স্মাইলি করমের সহায়তা চায়। করম পূজার পরিচয়ে মনঃচিকিৎসক সেজে শাহরুখের রোগ সারার চেষ্টা করে ব্যর্থ হয়। তবে আবু সেলিম পূজাকে হবু পুত্রবধূ হিসেবে পছন্দ করে এবং বিয়ে ঠিক করে। সে আরও জানায় পূজার পরিবারকে সে ৫০ লক্ষ রুপি দেবে বিয়ে হলে। বিয়ে হবে স্মাইলি সাকিনার বিয়ের একদিন পর। করমকে অনুরোধ করা হয় সে যেন শাহরুখের সঙ্গে শুধু একটি রাত থাকার জন্য রাজি হয়। বিয়ে হয়ে যায়। তবে স্বাভাবিকভাবেই পরের দিন থেকে ঝামেলা শুরু হয়ে যায়। তার ওপরে করম পরিকে কিছুই জানায়নি। সব মিলিয়ে এক বিশাল ঝামেলার জন্ম হয়।
হলিউড সেরা ৫ ঃ
১. বার্বি
২. গ্র্যান টুরিসমো : বেসড অন আ ট্রু স্টোরি
৩. ব্লু বিটল
৪. ওপেনহাইমার
৫. টিনেজ মিউটেন্ট নিনজা টার্টল
গ্র্যান টুরিসমো : বেসড অন আ ট্রু স্টোরি
নিল ব্লোক্যাম্প পরিচালিত বায়োগ্রাফিকাল অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম। ‘ডিস্ট্রিক্ট নাইন’ (২০০৯), ‘ইলিসিয়াম’ (২০১৩), ‘চ্যাপি’ (২০১৫) এবং ‘ডেমোনিক’ (২০২১) ব্লোক্যাম্প পরিচালিত ফিল্ম। পলিফোনি ভিডিও গেমের ‘গ্র্যান টুরিসমো’ গেমকে ঘিরে এক বাস্তব ঘটনা অবলম্বনে ফিল্মটি নির্মিত হয়েছে
জ্যান মার্ডনবোরো (আর্চি ম্যাডেকোয়ে) একজন দক্ষ গ্র্যান টুরিসমো গেমার। গেমারদের মাঝে তার পরিচয় ব্যাপক। গাড়ি প্রস্তুতকারী নিসান তাদের রেস কারের জন্য ড্রাইভার খুঁজছিল। এক অনন্য ভাবনা এল তাদের মাথায়- একজন সিমুলেশন গেমারকে তারা তাদের আসল গাড়ির দায়িত্ব দেবে ভাবল। কয়েকজন প্রতিযোগীর সঙ্গে পরীক্ষার পর সে নির্বাচিত হল নিসানের রেস কার চালাবার জন্য। কিন্তু গেমের দুনিয়া থেকে রেসের দুনিয়া অনেক বিপজ্জনক। গেমে ভুল করে নতুন করে শুরু করলেই হল কিন্তু বাস্তব রেস ট্র্যাক ভুল মানেই বিশাল ঝুঁকি বা মৃত্যু।