1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
মহাসড়কে সব ধরণের থ্রি-হুইলার বন্ধ থাকবে ১৭ এপ্রিল থেকে -ডিআইজি » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব আমদানি হবে ৬ লাখ টন চাল ও গম, খাদ্যের মজুদ বাড়াচ্ছে সরকার পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ কাজিপুরে আন্তঃশ্রেণি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসির নতুন পরিচালক ড. মুর্শিদা ফেরদৌস  ধামইরহাটে তালা ভেঙ্গে কাপড়ের দোকানে চুরির অভিযোগ মহাদেবপুরে নৃ-গোষ্ঠীর কারাম উৎসব পালিত রাজশাহীর উপজেলা ও পৌরসভায় সেবা পেতে জনগণের ভোগান্তি  জয়পুরহাট সরকারি কলেজের উদ্যোগে আন্তঃ বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন বিস্ফোরণে কাপলো লেবানন : নিহত ৯, আহত ২৮০০ পশ্চিমবঙ্গে বন্যার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন মমতা সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ আমরা বাংলাদেশকে সম্মান করি : গৌতম গম্ভীর অনলাইনেও দেখা যাবে বাংলাদেশ-ভারত সিরিজ আ.লীগ সরকারের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সব প্রকল্প বাতিল : পরিকল্পনা উপদেষ্টা

মহাসড়কে সব ধরণের থ্রি-হুইলার বন্ধ থাকবে ১৭ এপ্রিল থেকে -ডিআইজি

শেরপুর, বগুড়া, প্রতিনিধি
  • রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৮৭ বার পঠিত
print news

ঈদুল ফিতরে ঘরমুখো সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে মহাসড়কে যেন যানজট সৃষ্টি না হয় এজন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আগামি ১৭ এপ্রিল থেকে মহাসড়কে সব ধরণের থ্রি-হুইলার চলাচল বন্ধ থাকবে।

শনিবার ( ১৫এপ্রিল ) বিকেলে বগুড়ার শিবগঞ্জ থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত উত্তরবঙ্গ মহাসড়ক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন। পরে শেরপুর শহরের ধুনটমোড় এলাকায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে  এসব কথা বলেন তিনি।

ঈদযাত্রা স্বস্তি দায়ক হবে আশাবাদ ব্যক্ত করে ডিআইজি বলেন, মহাসড়কের পাশে গাড়ি পার্কিং করার কারণে যানজট সৃষ্টি হয়। তাই মহাসড়কের পাশে কোনো প্রকার যানবাহন পার্কিং করতে দেওয়া হবে না। এজন্য মহাসড়কে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে।

উত্তরবঙ্গের চল্লিশ লাখ মানুষ ঢাকায় গার্মেন্টসসহ বিভিন্ন কোম্পানিতে কর্মরত রয়েছেন উল্লেখ করে ডিআইজি আবদুল বাতেন আরো বলেন, ঈদে এসব মানুষ ঘরে ফিরবেন। যানজটের কারণে সড়কেই যেন তাদের ঈদ করতে না হয়, এজন্য হাইওয়ে পুলিশসহ আইন শৃঙ্খলাবাহিনীর সব বিভাগকে সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


উক্ত প্রেসব্রিফিংয়ে জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, হাইওয়ে পুলিশ সুপার (বগুড়া রিজিয়ন) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)  হেলেনা আক্তার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর) সার্কেল সজীব শাহরীন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার,  খোন্দকার, শেরপুর ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ ইয়াজদানি প্রমূখ উপস্থিত ছিলেন।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews