সান্তাহারে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত রেলওয়ে সার্বজনীন মন্দির কমিটির পক্ষ থেকে আজ সকালে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (৬ সেপ্টেম্বর) বুধবার সকালে উপজেলার সান্তাহার রেলওয়ে মন্দির থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বেশ কয়েকটি মন্দির ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সান্তাহার রেলওয়ে মন্দির কমিটির সভাপতি সুভাষ চদ্র ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন আলী, কমিটির উপদেষ্টা বিকাশ চদ্র প্রামাণিক, mygb কুমার প্রামানিক, দীপ দেবনাথ, উৎস ঘোষ ও অশোক কুমার ঘোষসহ আরো অনেকে বক্তব্য প্রদান করেন।
আলাচনা সভায় বক্তারা বলেন, অবতার হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ প্রম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ব্রত নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন। ব্রতী হন অত্যাচারী ও দূর্জনের বিরুদ্ধে শান্তি প্রিয় ভালো মানুষের অধিকার প্রতিষ্ঠায়। দুষ্টের দমন করতে একই ভাবে যুগ-যুগ ধরে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসন, সত্য ও সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠা করেন এটাই সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস।