লোহাগড়া ব্যবসায়ীদের অভিযোগ লাখ লাখ টাকা নিয়ে উধাও যুবক
জেলা প্রতিনিধি,নড়াইল। নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের মৃত আজ্জাক ভূঁইয়ার ছেলে শফিকুল ইসলাম , ব্যবসায়ীদের
নিকট হতে বিভিন্ন কৌশলে টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে ।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন একজন গাছ ব্যবসায়ী।
তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, শফিকুল ইসলাম উপজেলার নিজ গ্রামের লোকজন ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণা করে লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন।
প্রতারণার অভিযোগ এনে শফিকুল ইসলামকে অভিযুক্ত করে সকালে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একজন গাছ ব্যবসায়ী।
ভুক্তভোগী হলেন, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের মাধবহাটি গ্রামের মো. রেজাউল ইসলাম এর ছেলে মো.মুকুল হোসেন। তিনি
থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য ভুক্তভোগীরাও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন, অভিযুক্ত শফিকুল ইসলাম এর মাদক কারবারের সাথে সংশ্লিষ্টতা রয়েছে। ওই প্রতারক অভিনব কৌশলে লোহাগড়ায় তারক চাঁদ জুয়েলার্স ও নড়াইলের অনুসূয়া জুয়েলার্স হইতে এক একটি স্বর্ণের গহনা যার মূল্য ২ লক্ষ ৮ হাজার টাকা ও গাছ ব্যবসায়ীর কাছ থেকে অন্যর গাছ দেখিয়ে ৬০ হাজার টাকা। আরো জানা যায়, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান।
এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য অভিযুক্ত ওর বাড়িতে গেলে, অভিযুক্ত শফিকুল ইসলামকে কে বাড়ি পাওয়া যায়নি । তার
এসব অভিযোগের বিষয়ে জানতে শফিকুল ও তার পরিবারের সদস্যদের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো,নাসির উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।