পাবনা প্রতিনিধিঃ- পাবনার সুজানগরে ইউএনও অফিসে জামায়াত নেতাকর্মীদের মারধরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে একটি প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়। গ্রেফতার ব্যক্তি হলেন উপজেলার চর সুজানগর গ্রামের মৃত হোসেন শেখের ছেলে আরিফ শেখ।
শুক্রবার (৭ মার্চ) উপজেলার চর সুজানগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস রিলিজে বলা হয়, ৩ মার্চ অফিসে ঢুকে সুজানগর ইউএনওয়ের সামনে জামায়াত নেতাকর্মীদের মারধর করা হয়। জামায়াত নেতার এ অভিযোগ ও ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কাজী শাহনেওয়াজ বলেন, পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন জামায়াত নেতা। একজনকে গ্রেফতার করে আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। রোববার এর শুনানি রয়েছে। তদন্তের স্বার্থে বাকি আসামির নাম প্রকাশ করা হচ্ছে না। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ৩ মার্চ জামায়াত নেতা মো. ওয়ালী উল্লাহসহ সুজানগর উপজেলা জামায়াতের কয়েকজন নেতা কিছু প্রকল্প নিয়ে আলাপ করতে ইউএনও অফিসে যান। এসময় স্থানীয় বিএনপির কয়েকজন অফিসে হাজির হয়ে ইউএনও ও জামায়াত নেতাদের নিয়ে বাজে মন্তব্য করেন। এতে জামায়াত নেতারা প্রতিবাদ জানালে তাদের মারধর করা হয়।
এ ঘটনায় ওয়ালী উল্লাহ স্থানীয় ৫ বিএনপি নেতার নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে সুজানগর থানায় মামলা করেন।