কুষ্টিয়ায় নির্মিত হচ্ছে আধুনিক শেখ কামাল স্টেডিয়াম, এটি হবে খুলনা বিভাগের সবচেয়ে বড় স্টেডিয়াম।
হৃদয় রায়হান ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি;-কুষ্টিয়ায় নির্মিত হচ্ছে শেখ কামাল আধুনিক স্টেডিয়াম। একই সঙ্গে ক্রিকেট, ফুটবল ও প্রাকটিস গ্রাউন্ড থাকবে। নিউজিল্যান্ডের মাঠের আদলে এক কোনায় মাটির গ্রিন গ্যালারি হচ্ছে যেখানে বসে-শুয়ে খেলা দেখা যাবে।
আগামী বছরের শুরুর দিকে এর নির্মাণ কাজ শেষ বলে আশা করা হচ্ছে।
এর মাধ্যমে এ অঞ্চলের ক্রীড়াঙ্গন আবারও প্রাণ ফিরে পাবে বলে মনে করছেন খেলোয়াড় ও সংগঠকরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক শেখ কামালের নামে নামকরণ হয়েছে স্টেডিয়ামটির। ১৯৬৮ সালে স্থাপিত আগের স্টেডিয়ামের পুরাতন স্থাপনা সব সরিয়ে ফেলা হয়েছে।
জোরেসোরেই চলছে এর নির্মাণ কাজ। খুবই দৃষ্টিনন্দন হচ্ছে এর গ্যালারি। দক্ষিণ কোনে ৫০ মিটার জায়গাজুড়ে নিউজিল্যান্ডের মাঠের আদলে টিলার মতো গ্রিন গ্যালারি থাকছে। এখানে মাটিতে শুয়ে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।
এর গ্রাউন্ড হচ্ছে তিনটি লেয়ারের। মাঝের ৬ ফুট বালির লেয়ার অল্প সময়ে পানি শোষণ করতে পারবে। ক্রিকেটের পিচ বাদ রেখে স্টেডিয়ামটি ফুটবল গ্রাউন্ড হিসেবেও ব্যবহার করা যাবে।
স্টেডিয়ামে থাকছে ৪তলা বিশিষ্ট প্যাভিলিয়ন, লিফট, প্রতিবন্ধীদের জন্য আলাদা বসার স্থানসহ নানা সুবিধা থাকবে।