হিলিতে পেঁয়াজ কেজিতে কমলো ১০ টাকা
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি, (দিনাজপুর) প্রতিনিধিঃ-দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এতে স্বাস্তি ফিরে এসেছে সাধারণ ক্রেতাদের মাছে। ক্রেতারা বলছেন, গত ৩ ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা। ৬০ টাকা কেজির পেঁয়াজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। আজ বৃহস্পতিবার হিলি বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
পেঁয়াজ কিনতে আসা ফরহাদ বলেন, পেঁয়াজের কেজিতে ১০ টাকা কমেছে। ৩ দিন আগে প্রতিকেজি পেঁয়াজ ৬০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। আর আজ কিনলাম ৫০ টাকায়।
পাইকারি বিক্রেতা আবু তাহের বলেন, পেঁয়াজের বাজার নির্ভর করে ভারত থেকে আমদানির ওপর। যখন আমদানি বেশি হয়, তখন দাম কম থাকে। আবার আমদানি কম হলে দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি হয়।
৩ দিন আগে বন্দর থেকে ৫০ টাকা কেজি দরে কিনে পাইকারি ৫৫ টাকা কেজি দরে বিক্রি করি। আর খুচরা বিক্রেতারা প্রতিকেজি পেঁয়াজ বিক্রি করেন ৬০ টাকায়। গতকাল (১১ অক্টোবর) প্রতিকেজি পেঁয়াজ বন্দর থেকে প্রকারভেদে ৪০ থেকে ৪২ টাকা কেজি কিনেছি। আজ বিক্রি করছি ৪৫ টাকায়। আর খুচরা বিক্রেতারা বিক্রি করছেন ৫০ টাকা কেজি দরে।