হিলি (দিনাজপুর) প্রতিবেদক: হোলি উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি একদিন বন্ধের পর শুরু হয়েছে। তবে স্বাভাবিক ছিলো বন্দর অভ্যন্তীরণ সকল কার্যক্রম। এদিকে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
রবিবার (১৬ মার্চ) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি জানান, হোলি উৎসব উপলক্ষে একদিন বন্ধের পরে আজ সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি হয়েছে । তবে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক ছিলো।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান, হোলি উৎসব উপলক্ষে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।