কোটি কোটি টাকার উন্নয়ন করেছে আ.লীগ সরকার-পলক ।
আলিফ বিন রেজা : সিংড়া উপজেলা প্রতিনিধি: মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড.জুনাইদ আহমেদ পলক বললেন কোটি কোটি টাকার যে উন্নয়ন হয়ছে শুধু এই আ’লীগ সরকার বলে মন্তব্য করেছেন। তিনি গত চৌদ্দবছরে সিংড়া সহ সারাদেশে যতো কোটি কোটি টাকার যে উন্নয়ন হয়েছে তা শেখ হাসিনা সরকার কে নির্বাচিত করার জন্য উন্নয়ন হয়েছে তা কোন সরকারের আমলে হয়নি। একজন সংসদ সদস্য হিসেবে জনকল্যাণে দায়িত্ব পালন করতে পেরে আমি সৌভাগ্য মনে করছি।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় সিংড়া দমদমা পাইলট স্কুল এ্যন্ড কলেজে আল-বাসার ফাউন্ডেশনের উদ্দেশ্য অভিজ্ঞতা সম্পন্ন ১৫ জন ডাক্তারের মাধ্যমে প্রায় ৫ হাজার রোগীদের ফ্রি চক্ষু সেবা দান সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পলক বলেন, আমরা ছানি মুক্ত সিংড়া গড়ে তুলতে চাই।
আগে হাজার হাজার টাকা খরচ করে এই চক্ষু সেবা নিতে হতো এখন আমরা একদমই বিনামূল্যে সেবা পাচ্ছি আমাদের এলাকার কোন অসহায় ব্যাক্তি যেন চোঁখের চিকিৎসা সঠিক ভাবে হয় সে জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। আগামী বছরও এই ফ্রি চক্ষু চিকিৎসা ধারাবাহিক ভাবে ২টি ক্যাম্পে করা হবে। অল্প সময়ের মধ্যে সিংড়ায় একটি চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।
প্রতিমন্ত্রী পলক বলেন, জননেত্রীর শেখ হাসিনার জন্য তিনি দোয়া চেয়ে বলেন,খাদ্য,বস্তু,স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষা এই মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য তাদের মূল লক্ষ।
তাই উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জান্নাতুল ফেরদৌস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাজ্জাদ হোসেন, ডায়বেটিস সমিতির সাধারণত সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাও: মো: রুহুল আমিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শামীমা হক রোজী, আল- বাসার ফাউন্ডেশনের কান্ডি ডিরেক্টর ডাঃ মোঃ আহমেদ তাহের বাসার ও উপদেষ্টা ডাঃ মোঃ সালমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমাছ হোসেন প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী ১০ নং চৌগ্রাম ইউনিয়ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা করেন।