হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধিঃ সবুজে ঘেরা অপরূপ সৌন্দর্যের চোখজুড়ানো মাঠ বড়িয়া গ্রামের চারপাশে। কুষ্টিয়া সদর উপজেলার মফস্বলের বড়িয়া-ভাদালিয়াপাড়া গ্রামটির মধ্যদিয়ে চলে গেছে পাকা পিচ ঢালা রাস্তা।
কৃষি বিভাগের সরকারি উদ্যোগে প্রায় ৫ কিলোমিটার রাস্তার দুই পাশে লাল-সবুজ প্লাস্টিকের বেড়া দিয়ে ঘেরা খাঁচার মধ্যে সারিবদ্ধভাবে দুই হাজার তেজপাতা ও দারুচিনি গাছ রোপন করা হয়েছে।
এছাড়াও গ্রামের বাসিন্দাদের বাড়ির আশেপাশের পরিত্যক্ত জায়গায় ব্যাগে চাষ করা হচ্ছে হলুদ ও আদা। এছাড়াও পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা, চুইঝাল সহ ১৩ পদের মসলা চাষ হচ্ছে সরকারি প্রণোদনায়।
বড়িয়া গ্রামটি এখন ‘মসলার গ্রাম’ হিসেবে পরিচিতি পেয়েছে।
আমদানিনির্ভরতা কমানোর দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে সরকারি প্রণোদনায় কুষ্টিয়ায় এই মসলা গ্রাম গড়ে তোলা হয়েছে।
মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সারা দেশে এই একটি গ্রামকে বেছে নেওয়া হয়েছে। পাঁচ বছরের প্রকল্পে যুক্ত হয়েছেন ১০০ কৃষক পরিবার।