সালাহউদ্দিন লাভলুর ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’ । হুমায়ূন আহমেদের জন্মদিনে রাত ৯টা৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে নাটকটি ।
ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্য কার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিনে প্রচার হবে খণ্ড নাটক ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’। আগামী ১৩ নভেম্বর তার জন্মদিন উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন সালাহউদ্দিন লাভলু।
নাটকটি রচনা করেছেন করেছেন রাজিয়া সুলতানা জেনি। ঢাকার উত্তরাসহ বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ শেষ হয়েছে। হুমায়ূন আহমেদের জন্মদিনে রাত ৯টা৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে নাটকটি।
নাটকের বিষয়ে সংবাদমাধ্যমে সালাহউদ্দিন লাভলু বলেন, ‘এক তরুণ বড়লোক বাবার একমাত্র সন্তান। তার নামের সঙ্গে হুমায়ূন আহমেদের নামের মিল রয়েছে। এমনকি ওই তরুণের বাবা-মায়ের নামও হুমায়ূন আহমেদের বাবা-মায়ের সঙ্গে মিল। সে সত্যিকার অর্থেই হুমায়ূন আহমেদ হতে চায়। কিন্তু বড়লোক বাবা-মায়ের সঙ্গে থাকলে হুমায়ূন আহমেদ হওয়া যাবে না– এই ভাবনা থেকে রাজধানীর মোহাম্মদপুরে দারিদ্র্যের মধ্যে একাকী জীবনযাপন শুরু করে সে। এভাবে এগিয়ে যায় গল্প। এই নাটকে হুমায়ূন আহমেদের চরিত্রে অভিনয় করেছে জুনায়েদ বগদাদী। গুলতেকিন চরিত্রে অভিনয় করেছে রিয়া। দু জনই যার যার চরিত্রে এককথায় বেশ ভালো অভিনয় করেছে।’