বগুড়ার সোনাতলায় মরিচের বাম্পার ফলনের সম্ভাবনা । উপজেলাটিতে ইতিমধ্যেই ৮শ’ ২০ হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়েছে।
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলার এবার রেকর্ড পরিমাণ জমিতে মরিচ চাষ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলায় এবার ১৭৫০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ছিল ৮শ’ ৭৫ হেক্টর। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ওই উপজেলার কৃষকেরা এবার মরিচ চাষে ঝুঁকে পড়েছে। কৃষকেরা স্থানীয় উন্নত জাতের পাশাপাশি হাইব্রিড জাতের মরিচের চাষ করেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন বলেন, মরিচ একটি অর্থকরী মসলা জাতীয় ফসল। মরিচের বীজ বপনের ৩০-৪০ দিনের মধ্যে গাছে ফুল আসে এবং ৬০-৭০ দিনের মধ্যে কৃষক গাছ থেকে মরিচ উত্তোলন করতে করে। এই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে যমুনা ও বাঙালী নদী। তাই বন্যার পর এবার কৃষক চরাঞ্চলে ব্যাপক মরিচ চাষ করেছে। পাশাপাশি নদীর পশ্চিম পাড়ের জমিতে পলি জমায় প্রতিবছরের তুলনায় এবার মরিচ চাষ বেশি হয়েছে।
এ ব্যাপারে জন্তিয়ারপাড়া এলাকায় কেরামত আলী বলেন, এবার তিনি ৫ বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। মহব্বতেরপাড়া এলাকার তুষার মিয়া বলেন, এবার তিনি যমুনার চরে ৯ বিঘা জমিতে মরিচ চাষ করেছেন।