বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য সরকারের পরিকল্পনা রয়েছে, এমনটি জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
আজ বুধবার (৯ এপ্রিল) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আশিক চৌধুরী বলেন, “আমরা নীতিগতভাবে মনে করি, প্রযুক্তিগত উন্নয়নের জন্য মিলিটারি খাতে কিছু ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমাদের কিছু অর্ডন্যান্স ফ্যাক্টরি রয়েছে, যেখানে কিছু দক্ষতা ও জ্ঞান আছে, এবং এর ওপর ভিত্তি করে আমরা বিশ্বাস করি যে, আমরা যেমন কমার্শিয়াল শিল্পের জন্য ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করছি (যেমন আরএমজি, চামড়া), তেমনি মিলিটারি ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ নেয়া যেতে পারে।”
আশিক চৌধুরী বলেন, “আমাদের ট্যাংক বা স্পেসশিপ তৈরির প্রয়োজন নেই, কিন্তু ছোট আকারে যেমন অ্যাডভান্স রেডিও, ট্যাংকের এক্সেল, স্মল বুলেট ও স্মল আর্মসের চাহিদা রয়েছে, যা আমরা তৈরি করতে পারি।”
তিনি জানান, “এ মুহূর্তে আমরা সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে কাজ করছি এবং বিদেশি বিনিয়োগকারীদের খুঁজে বের করার চেষ্টা করছি যারা প্রযুক্তি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে ইচ্ছুক।”
বিডার চেয়ারম্যান আরও বলেন, “আমরা এই বিনিয়োগকারীদের কাছ থেকে কেনার প্রতিশ্রুতি নিয়ে তাদের আঞ্চলিকভাবে রপ্তানি করার সুযোগও প্রদান করতে পারি। এজন্য আমরা মিলিটারি ইকোনমিক জোনের মতো একটি কনসেপ্টও প্রস্তাব করতে পারি।”
এর আগে গত সোমবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সমন্বয় ও সংস্কার বিষয়ক সচিব জাহেদা পারভীন। প্রজ্ঞাপনে বলা হয়, আশিক চৌধুরী দায়িত্ব পালনকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।