নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি: ফুলাল হোসেন এইচ,এস,সি পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা ছিল। কিন্তু অভাব-অনাটনের সংসারের হাল ধরতে ভাগ্যে জোটেনি উচ্চ শিক্ষা । সিরাজঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের গুপিনাথ পুর গ্রামের মজিবর রহমানের ছেলে ফুলাল হোসেন।
ঢাকা-বনপাড়া মহাসড়কের নাইমুড়ি এলাকায় চলতি বছরের মে-মাসের ১৫ তারিখে দুই ট্রাকের মধ্যে সংঘর্ষে ফুলাল সহ আহত হয় দুইজন। ওই ট্রাকের দৈনিক মুজুরীর কাজ করতেন ফুলাল। বনপাড়া থেকে উল্টো পথে আসা একটি ট্রাক অপর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফুলাল ও আব্দুল আলীম কেবিনের ভিতরে আটকে যায়। পরে তাদেরকে রেকার মেশিন দিয়ে টেনে বের করে নেওয়া হয় হাসপাতালে। এ সময় ফুলালের বাম পায়ের দুই জায়গায় ও বাম হাতের এক জায়গায় হাড় ভেঙ্গে যায়। পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসা করাতে না পারায়, পঙ্গু হয়ে বিছানায় শুয়ে দিন কাটছে তার। ফুলালের চিকিৎসার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা চেয়েছে অসহায় পরিবার। আহত ফুলাল হোসেনের মা-বাবা বলেন আমি একজন দরিদ্র মানুষ। ছেলে সড়ক দুঘটনায় হাত ও পা ভেঙ্গে দীর্ঘ ছয় মাস ধরে বিছানা পড়ে আছে। এখন পর্যন্ত এক লাখ টাকার বেশি খরচ করেছি।
ছেলেকে অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছি না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করছি ।যোগাযোগের মোবাইল নম্বর:০১৭৯৯-১৪৬৮৬৫।