পাবনা প্রতিনিধিঃ “সবাই মিলে এন্টিমাইক্রোবিয়াল রেসিস্টন্স প্রতিরোধ করি এই স্লোগান গানকে সামনে রেখে “বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেসিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রানীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে বৃহস্পতিবার(২৩ নভেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্্যালী বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসার আকলিমা খাতুন।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এএইচ এম ফখরুল হোসাইন, প্রানীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ আমিনুল ইসলাম,
উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক প্রমুখ।
উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজ সেবা অফিসার ইসমত জেরিন, শিক্ষা অফিসার রমজান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবীর কুমার দত্ত সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক,কেমিস্টস সহ অনেকেই উপস্থিত ছিলেন।