হরতালের ডাকে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও পথসভা
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম ধাপে অবরোধের শেষ দিনে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ নভেম্বর বুধবার সকালে ৮ম ধাপে অবরোধের শেষ দিনে পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।এসময় আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকে।
শেষে শহরের নিমতলী বাজারে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহরুল আলম তরফদার রুকু,পৌর বিএনপি আহবায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল ও যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট প্রমুখ। বক্তারা শেখ হাসিনার পদত্যাগ,তত্ত্বাবধায়ক সরকার গঠন, তফসিল বাতিল ও পুনরায় তফশিল ঘোষণা করে সব দলের অংশগ্রহণের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনের জোর দাবী জানান। সেই সাথে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল সন্ধ্যা দিনব্যাপী হরতালের ডাক দেন। পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন,যতদিন এ দাবী বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানান তিনি।