মো:মহিউদ্দিন, নিজস্ব প্রতিনিধি:- সরকারি শাহ্ সুলতান কলেজে বাংলা বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক এবং বাংলা সংসদের সভাপতি জনাব মো: কামাল উদ্দীন শামীম এর সভাপতিত্বে আলোচনা সভা, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন এর মধ্য দিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন অধ্যাক্ষ, সরকারি শাহ সুলতান কলেজ বগুড়া, প্রফেসর জনাব মো: শহিদুল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা বাংলা সংসদ জনাব মোহাম্মদ এমদাদুল হক, প্রভাষক ও ভারপ্রাপ্ত শিক্ষক বাংলা সংসদ জনাব মো: রেজওয়ানুল ইসলাম আকন্দ, প্রভাষক বাংলা বিভাগ জনাবা নুরজাহান খাতুন, প্রভাষক বাংলা বিভাগ জনাব মো: বকুল হোসেন।
উক্ত অনুষ্ঠানে কবিতা রচনায় প্রথম স্থান হয়েছে রাবেয়া খাতুন রিংকি চতুর্থ বর্ষ, দ্বিতীয় স্থান আব্দুল ওহাব দ্বিতীয় বর্ষ, তৃতীয় স্থান রিশাদ রোমান ও জান্নাতি খাতুন তৃতীয় বর্ষ।
প্রবন্ধ রচনায় প্রথম স্থান হয়েছে অনামিকা রানী রায় দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় স্থান মো: জাহিদ মিয়া তৃতীয় বর্ষ, তৃতীয় স্থান রিশাদ নোমান তৃতীয় বর্ষ।
কবিতা আবৃত্তিতে ক বিভাগ থেকে প্রথম স্থান হয়েছে মো: জাহিদ মিয়া দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় স্থান মো: আব্দুল ওয়াহাব দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় স্থান জুলফিকার জুয়েল প্রথম বর্ষ।
খ বিভাগ থেকে প্রথম স্থান হয়েছে তুহিন চৌধুরী তৃতীয় বর্ষ, দ্বিতীয় স্থান রাবেয়া খাতুন রিংকি চতুর্থ বর্ষ এবং তৃতীয় স্থান মো: রাশেদুল ইসলাম তৃতীয় বর্ষ।
বাংলা সংসদের ভিপি মোঃ আসলাম হোসাইন বলেন, সাহিত্য চর্চা ও সাহিত্যের প্রতি অনুরাগ মানুষের মধ্যে মানবিক ও সার্বজনীন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ভূমিকা রাখে। সাহিত্য মানুষের অপ্রকাশিত ও পুঞ্জিভূত ভাবনাকে বিকশিত করে। ফলে উদার ভাবনা সৃষ্টিশীল মনোভাব গড়ে তোলে। যেখানে অসত্য সত্যের কাছে পরাজিত হয়, মানুষ স্বপ্ন দেখতে শিখে, স্বপ্ন দেখাতে শেখায় আর বাস্তবতাকে মেনে নিয়ে জীবন যুদ্ধে অবতীর্ণ হয়। সাহিত্যের শক্তিতেই মানুষ বিবেক তাড়িত হয়ে যৌক্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে অনুপ্রাণিত হয় তাই ছাত্র সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সাহিত্য চর্চার কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো: আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, সাহিত্য সম্পাদক সাদিয়া তাবাচ্ছুম,দপ্তর বিষয়ক সম্পাদক মো: রাশেদ,ক্রীড়া সম্পাদক মেহেদী,ছাত্রী বিষয়ক সম্পাদক স্বর্ণা রায়,নির্বাহী সদস্য,সীমান্ত,রিংকি,হিমেল,রিশাদ,
শাকিল, সহ বাংলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।