দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: আখ চাষকে উদ্বুদ্ধ করতে পাঁচবিবির মালিদহ গ্রামে আধুনিক পদ্ধতিতে আখের সাথে সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে মাঠ দিবসে এলাকার শতাধিক প্রান্তিক চাষী অংশগ্রহন করেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট জয়পুরহাট উপকেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. আবু তাহের সোহেল, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, বিএসআরআই কর্মকর্তা ড.আমিনুল হক ও ড. মোঃ নুর আলম প্রমূখ।
অতিথিরা বলেন,আখ চাষ দীর্ঘ মেয়াদি হওয়ায় মুখ ফিরিয়ে নিচ্ছে চাষিরা। এজন্য আখের সাথে সাথী ফসল হিসেবে কপি, ব্রকলি, ওলকপি,লেটুস,পিয়াজ,ডাল,মসলা ও সবজি চাষে উদ্বুদ্ধ করতে হবে কৃষকদের।