১. বব মার্লে : ওয়ান লাভ
২. ম্যাডাম ওয়েব
৩. আরগাইল
৪. মাইগ্রেশন
৫. ওঙ্কা
বব মার্লে : ওয়ান লাভ
রেনাল্ডো মারকাস গ্রিন পরিচালিত বায়োপিক। স্বল্পদৈর্ঘ্য ‘দি ইন্টারভিউ’ (২০১১), ‘ওয়ান ওয়ে টিকেট’ (২০১১), ‘স্টোন কারস’ (২০১৪), ‘অ্যানোনিমাস’ (২০১৪) এবং ‘দ্য জেবরা রুম’ (২০১৪) এবং পূর্ণদৈর্ঘ্য মনস্টার অ্যান্ড মেন (২০১৮), জো বেল (২০২০), এবং কিং রিচার্ড (২০২১) ফিল্মগুলো পরিচালনা করেছেন মারকাস গ্রিন।
১৯৬৭ সাল। জামাইকাতে সেই বছর ব্যাপক রাজনৈতিক সঙ্কট চলছে। বিরোধী পক্ষগুলোর মাঝে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ । এ সময় গায়ক বব নেস্তা মার্লে ( কিংসলে বেন-আডির) ঘোষণা দেয় শান্তি ও ঐক্যের জন্য সে আর তার ব্যান্ড ওয়েলার্স কনসার্টে গান করবে। এর মধ্যে দুর্বৃত্তরা তার বাড়িতে আক্রমণ চালায় বব আহত হয় সঙ্গে তার স্ত্রী রিটার (লাসানা লিঞ্চ) মাথায় গুলি লাগে। কয়েকদিনের মধ্যে দুজনই সেরে ওঠে এবং কনসার্টে অংশ নেয়। মঞ্চে তার গুলির আঘাত দেখায় সে। সে বুঝতে পারে তার ওপর আরও আক্রমণ আসতে পারে। সন্তানদের সহ রিটাকে সে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেয়। এরপর শুরু হয় তার স্টুডিও কার্যক্রম। একের পর এক অ্যালবাম বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে। রাস্তাফারিয়ান আন্দোলনে যোগ দেয় বব এবং একে বিশ্বব্যাপী পরিচিতি দেয়।