1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
নওগাঁয় সন্ধান মিললো মুঘল আমলের মসজিদের » Daily Bogra Times
Logo শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বগুড়ায় কাঁচা মরিচ উঠানো শুরু, কমবে দাম হিলিতে নারী উদ্যোক্তা সদস্যের শো-রুম উদ্বোধন উল্লাপাড়ায় বাসাবাড়ি জোলার কালভার্ট চলাচল অযোগ্য, জনদূর্ভোগে মানুষ পদ্মা সেতু হয়ে বেনাপোল-যশোর-নড়াইল-খুলনা-ঢাকা ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে পাসপোর্ট যাত্রীরা হিলিতে আরনু জুটমিল বন্ধ, দিশেহারা শ্রমিকরা সবাইকে ঐক্যবদ্ধ করতে পারলে, ধানের শীষের জয় নিশ্চিত : ডাঃ জাহিদ হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত উল্লাপাড়ায় প্রতি মণ খিড়ার দাম ১৭০০ টাকা, দামে খুশী কৃষক জয়পুরহাট পাঁচবিবিতে জিয়া পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে জিয়া সাইবার ফোর্সের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় সন্ধান মিললো মুঘল আমলের মসজিদের

নওগাঁ প্রতিনিধিঃ-
  • সোমবার, ১৮ মার্চ, ২০২৪
নওগাঁয় সন্ধান মিললো মুঘল আমলের মসজিদের
print news

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতিমন্ডলা গ্রামে মুঘল আমলের প্রায় ৩০০ বছরের বেশি পুরনো মসজিদের সন্ধান মিলেছে। পুরাকীর্তির এই মসজিদটি নতুন করে আবিষ্কার হওয়ার আগে জঙ্গলে পরিপূর্ণ ছিল জায়গাটি। এর আশেপাশের জমি কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছিলেন এলাকার বাসিন্দারা। এরই ধারাবাহিকতায় কবরস্থান সংস্কারের জন্য জঙ্গল কেটে পরিষ্কার করতে গেলে এলাকার লোকজন এই মসজিদের সন্ধান পান।

স্থানীয় বাসিন্দা আলম বলেন, এটি আগে জঙ্গলে পরিপূর্ণ ছিল বলে এদিকে কেউ তেমন আসতেন না। কবরস্থান হওয়ার কারণে শুধুমাত্র কেউ মারা গেলে এখানে এনে দাফন করা হতো। গ্রামবাসীরা মিলে সবাই সিদ্ধান্ত নিলো জায়গাটি পরিষ্কার করার। আমরা যখন পরিষ্কার করতে আসি তখন এই মসজিদের দেখা মেলে।

Screenshot 12 16

একই গ্রামের বাসিন্দা আফাজ উদ্দিন (৫৫) বলেন, ছোট বেলা থেকেই এটা কবরস্থান নামে আমরা জানতাম কিন্তু জঙ্গল পরিষ্কার করতে গিয়ে মসজিদ বের হবে, এটা কল্পনাও করিনি। যেহেতু এটা একটি পুরনো মসজিদ, সেজন্য এখানে একটা নতুন করে মসজিদ বানানোর জন্য চেষ্টা করছে গ্রামবাসী।

ধারণা করা হচ্ছে, মসজিদটি আয়তনের দিক দিয়ে অনেক ছোট, তাই এখানে মাত্র ৫/৭ জন লোক একসঙ্গে জামায়াতে নামাজ আদায় করতে পারতেন। নতুন করে সন্ধান পাওয়ায় এ মসজিদের নতুন নামকরণ করা হয়েছে “আলনূর জামে মসজিদ”। পরে এটির দরজায় টিনের বেড়া দেওয়া হয়। মসজিদটি এক নজর দেখতে সেখানে শত শত মানুষ আসছেন প্রতিদিন। মসজিদটি সরকারিভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান মো. ফজলুল করিম বলেন, স্থাপনাটির ইটের গাঁথুনি, কারুকাজ, ইটের সাইজ, নকশা ও অন্যান্য বৈশিষ্ট্য দেখে এটিকে মুঘল আমলের শেষদিকের স্থাপনা বলে মনে করা হয়। স্থাপনাটির দক্ষিণে ভেঙে যাওয়া আরো একটি ভবনের ধ্বংসাবশেষ রয়েছে, যেটি সম্ভবত মসজিদ ছিল, যার উপরের গম্বুজটি ভেঙে নিচে পড়ে আছে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews