1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
শেরপুরে ইউএনও, প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা » Daily Bogra Times
Logo শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
পাবনায় নিখোঁজের পরদিন দুবলিয়া বিল থেকে  কৃষকের লাশ উদ্ধার  কালাইয়ে সোনালী ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন নানা-নানীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবদুল্লাহ  মহাদেবপুরে অসহায় রোগীকে রক্ত দান করলেন ইউএনও মহাদেবপুরে ছাত্রীদের সাথে অনৈতিক আচরণে অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত ঘোড়াঘাটে বাজার মনিটরিং করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল মামুন আল কাওসার শেখ রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও ১০০ভরি চান্দির গহনা ছিনতাই দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য-বিবৃতিতে অসন্তুষ্ট ঢাকা দ্রুত সংসদ নির্বাচন দিতে চাই : ড. ইউনূস রংপুরে ৪৫ টাকা দামে আলু বিক্রি শুরু বিদেশি হস্তক্ষেপে বিগত সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিলো: আসিফ নজরুল সৌদি আরবে ‘ফ্যাশন শো’ মাতাচ্ছে হলিউড তারকারা! ভারতীয় বংশোদ্ভূত তুলসী হতে যাচ্ছে মার্কিন গোয়েন্দা প্রধান? অভ্যুত্থানে আহত যোদ্ধারা পাবেন ফ্রি চিকিৎসা ও ইউনিক আইডি কার্ড বগুড়ায় মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা, চিরকুট উদ্ধার

শেরপুরে ইউএনও, প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা

শেরপুর বগুড়া প্রতিনিধঃ-
  • বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
শেরপুরে ইউএনও, প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা
print news

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তা নির্মাণ, বগুড়ার শেরপুরে ইউএনও, প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা

বগুড়ার শেরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যক্তিমালিকানাধীন জায়গার ওপর দিয়ে সরকারি রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।

বুধবার (২০মার্চ) দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের তিরাইল গ্রামের ভুক্তভোগীদের পক্ষে সোলায়মান আলীর ছেলে আব্দুর রহমান স্থানীয় সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। এর আগে রাস্তা নির্মাণের নকশা পরিবর্তন করে সরকারি জায়গার পরিবর্তে ব্যক্তি মালিকানাধীন জায়গা দখলে নিয়ে বালু ভরাট কাজ শুরু করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুমন জিহাদী, উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, স্থানীয় বাসিন্দা সোহরাব মিয়া সরকারসহ আটজনের বিরুদ্ধে বগুড়ার সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করা হয়। তিরাইল গ্রামের বাসিন্দা সোলায়মান আলী ও তার স্ত্রী জান্নাতি বিবি বাদি হয়ে ওই মামলাটি করেন। পরে রাস্তা নির্মাণ কাজের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। কিন্তু এই আদেশ অপেক্ষা করে গত মঙ্গলবার (১৯মার্চ) থেকে নতুন করে পাকাকরণ কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা।

মামলা সূত্রে জানা যায়, তিনযুগ আগে উপজেলার ভবানীপুর ইউনিয়নের তিরাইল গ্রামসহ আশপাশের গ্রামের জনসাধারণের চলাচলের জন্য পনের থেকে বিশ ফুট প্রশস্ত কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। বর্তমান জরিপ আরএস নকশায় সেটি রয়েছে। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সুপারিশে ওই রাস্তাটি পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য আরএস নকশা অনুযায়ী সরকারি সার্ভেয়ার মাপজোক করে রাস্তার সীমানা নির্ধারণ করে দেন। কিন্তু কোনো কারণ ছাড়াই নকশা পরিবর্তন করে পৈতৃকসূত্রে প্রাপ্ত সোলায়মান আলীর ব্যক্তি মালিকানাধীন জায়গার মাটি খনন করে রাস্তা পাকাকরণ কাজ শুরু করেন। বিষয়টি জানার পর ভুক্তভোগীর ছেলে আব্দুর রহমান বিগত বছরের ২৮নভেম্বর ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরে ঘটনাটি লিখিতভাবে অবহিত করেন। এই কারণে মাঝে কিছুদিন কাজ বন্ধ থাকলেও বেআইনি আবারো রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়েছে। একপর্যায়ে ঘটনাটি আদালতের নজরে আনা হয়। পরে আদালত ব্যক্তি মালিকানাধীন জায়গায় রাস্তা নির্মাণ না করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা দেন।

ভুক্তভোগী ও মামলার বাদি সোলায়মান আলীর ছেলে আব্দুর রহমান অভিযোগ করে বলেন, ক্ষমতাসিন একটি অদৃশ্য শক্তির ইশারায় আমার পৈর্তৃকসূত্রে প্রাপ্ত জায়গা অবৈধভাবে দখলে নিয়ে রাস্তা নির্মাণের কাজ শুরু করায় ন্যায় বিচার পাওয়ার আশায় আদালতের দ্বাড়স্থ হয়েছি। সব কাগজ-পত্র যাছাই বাছাই অন্তে কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এরপরও বিগত দুইদিন আগে থেকে আদালতের আদেশকে বৃদ্ধাঙলি দেখিয়ে সড়কটি পাকাকরণ করার জন্য ঝাড়– দিয়ে পরিস্কার করছেন শ্রমিকরা। যা সম্পুর্ণ আদালত অবমাননা বলে মন্তব্য করেন তিনি।

ঘটনাটি সম্পর্কে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি উপজেলা প্রকৌশল অধিদপ্তরে যোগাযোগ করার জন্য সাংবাদিকদের পরামর্শ দেন।

উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকলে রাস্তার কাজ করার কোনো সুযোগ নেই। তবে বিষয়টি তার জানা নেই। তাই খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করেন তিনি।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews