তরিকুল ইসলাম, রংপুর প্রতিনিধি- রংপুরের গঙ্গাচড়ায় গতকাল (২৩ মার্চ) পাট চাষীদের বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভুক্ত ৬০ জন পাট চাষীকে বিনামূল্যে ১ কেজি পাটবীজ ও ১২ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, গঙ্গাচড়া’র আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে পাটবীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহিদ তামান্না।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব সাজু আহমেদ লাল, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ এলাকার পাট চাষীগণ।