নড়াইলের ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের সীতারামপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই একটি বাসের চালক নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন।
তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১০এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকালে ঢাকা থেকে যশোরগামী লিটন পরিবহনের একটি বাসের সঙ্গে যাশোর-নড়াইল-কালনা মহাসড়কে বন্ধু কল্যাণ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বন্ধু কল্যাণ বাসের চালক জাফর হোসেন (৫০) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত দুটি বাস উদ্ধার করে। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই একটি বাসের চালক জাফর হোসেন মারা গেছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।