1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
শাকিব ছাড়া কাউকে ভাবছি না, পুবাইলে আমাদের সংসার ছিল: বুবলী » Daily Bogra Times
Logo সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র-ড্রোন ছুড়ে হিজবুল্লাহর হামলা ওষুধ কোম্পানির প্রতিনিধি হাসপাতালে ঢুকলে আইনি ব্যবস্থা অ্যান্টিগা টেস্টে তৃতীয় দিন শেষে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ সাঁথিয়ায় এক চরমপন্থী নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা  বিয়ের ৯ দিন পর টাকা-গহনা নিয়ে উধাও নববধূ নির্বাচন কবে, সে ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা : প্রেস উইং প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া বগুড়ার ধুনটে মেশিনে শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু বদলগাছীতে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ফুলবাড়ীতে বিতর্কে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি সিরিজ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষকের মৃত্যু সিংড়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ৫ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন : জনপ্রশাসন মন্ত্রণালয় অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি পরমাণু ইস্যু নিয়ে আলোচনায় বসতে চায় তেহরান

শাকিব ছাড়া কাউকে ভাবছি না, পুবাইলে আমাদের সংসার ছিল: বুবলী

বিনোদন ডেস্কঃ-
  • বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
শাকিব ছাড়া কাউকে ভাবছি না, পুবাইলে আমাদের সংসার ছিল: বুবলী
print news

”আগের মতো ভালোবাসা আছে কি না, জানি না। তবে তাঁকে ভালোবাসি। মায়াটা আগের মতোই আছে। কিছু কিছু অভিমান থাকে। দুজনের মধ্যে আলোচনা হয় না বলেই অনেক ভুল-বোঝাবুঝি হয়” – বুবলী

ঈদ উপলক্ষে বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী এসেছেন টেলিভিশনের পর্দায়। এরই মধ্যে প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে। সেখানে নিজের, শাকিব খান-অপু বিশ্বাস এবং দুই ভাই বীর ও জয়কে নিয়ে নানা ধরনের অনুভূতি প্রকাশ করেছেন নায়িকা। মঙ্গলবার প্রচারিত হয়েছে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। টেলিভিশনের অনুষ্ঠানপ্রধান কামরুজ্জামান বাবুর সঞ্চালনায় ‘বলা না-বলা’ অনুষ্ঠানে নানা ধরনের বিতর্কিত প্রশ্নের সোজাসাপ্টা জবাব দিয়েছেন বুবলী।
অনুষ্ঠানে বুবলীর ‘মায়া’ এবং ‘দেয়ালের দেশ’ নিয়ে কথা বলেন সঞ্চালক। ‘দেয়ালের দেশ’-এর পোস্টার, ট্রেলারে চমকপ্রদ দৃশ্যায়ন এবং রহস্য নিয়ে জানতে চাওয়া হয় অভিনেত্রীর কাছে। উত্তরে বুবলী বলেন, ‘পুরো সিনেমাতেই খুব ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে। আমরা চাই, দর্শক সিনেমা হলে গিয়েই গল্পটা জানুক। এই থ্রিল, রোমান্স হাহাকার—সব মিলেমিশে একাকার হয়েছে “দেয়ালের দেশ”-এ। আর লাশঘরের আলোচিত সেই দৃশ্য নিয়ে সবাই খুব আবেগপ্রবণ। আমার বোনেরা বলেছে, তারা এই দৃশ্য নিতে পারছে না। অন্যদিকে “মায়া” সম্পূর্ণ  ভিন্নধারার একটি সিনেমা।’

শাকিব খানের ‘রাজকুমার’ এবং ‘দেয়ালের দেশ’-এর মধ্যে প্রতিযোগিতা প্রসঙ্গে বুবলী বলেন, ‘প্রথমত বলতে চাই, এখানে কোনো প্রতিযোগিতা হচ্ছে না। আর শাকিব খানের মতো নায়কের সিনেমা হল বেশি পাবে, সেটাই স্বাভাবিক। আমার মনে হয়, সবাই সব কটি সিনেমাই দেখুক।’ ‘প্রিয়তমা’ আর ‘রাজকুমার’-এর মধ্যে শাকিবের কোন লুক পছন্দ, প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘আমার কাছে ‘প্রিয়তমা’র লুকই বেশি পছন্দ হয়েছিল। তাকে দাড়িতে খুব ভালো লাগে। আমি অনেকবার বলেছি।’
শাকিব খানকে বুবলী ভালোবাসেন কি না, প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আগের মতো ভালোবাসা আছে কি না, জানি না। তবে তাঁকে ভালোবাসি। মায়াটা আগের মতোই আছে। কিছু কিছু অভিমান থাকে। দুজনের মধ্যে আলোচনা হয় না বলেই অনেক ভুল-বোঝাবুঝি হয়। বাইরের মানুষের কথা শুনে আপন মানুষের সঙ্গে আলোচনা না করেই প্রতিক্রিয়া দেখান তিনি।’

এভাবেই কি কাটিয়ে দেবেন সারা জীবন? বুবলীর উত্তর, ‘একদমই! আর কোনো প্রেম, সম্পর্ক আমার ধারেকাছে কোনো দিনই ভিড়তে পারবে না; অর্থাৎ বিয়ে-প্রেম—এসব নিয়ে আর কখনোই আমি ভাবতে পারব না। শুধু আমি আমার কাজ, সন্তানকে গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে এই সিদ্ধান্ত কোনো দিনই বদল হবে না। শাকিব খান ছাড়া দ্বিতীয় পুরুষ হিসেবে কাউকে কখনোই ভাবতে পারি না। এখন সন্তানের জন্য অনেক কিছুই মানিয়ে নিচ্ছি।’

বুবলী শাকিবের স্ত্রী, এটার কোনো প্রমাণ নেই, সমালোচকদের এই মন্তব্যের জবাবে নায়িকা বলেন, ‘আমাদের বিয়ে পুবাইলে শাকিব খানের বাড়িতেই হয়েছে। কাজি ছিলেন। আমাদের বিয়ের বয়স ৬-৭ বছর। পুবাইলে আমাদের সংসার ছিল। ওখানকার সবাই জানেন। কাছের ডিরেক্টর-প্রোডিউসার সবাই জানেন। আর যা ছড়ানো হচ্ছে, তার আসলে কোনো ভিত্তি নেই। সবটাই গুজব।’

মোহরানার প্রসঙ্গে বুবলী বলেন, বিয়ের কিছুদিন পরই মোহরানা শোধ করে দিয়েছেন শাকিব। বিয়ের পর তাজমহল-আজমির শরিফ যাওয়া হয়েছে। আমরা যেহেতু ব্যস্ত থাকি, সেহেতু যখন একসঙ্গে বসে খাবার খেতাম, সেই ক্ষণটিও আমাদের জন্য অনেক সুন্দর সময় হয়ে যেত।’
অনুষ্ঠানে আসে পরীমনির প্রসঙ্গও। বুবলী বলেন, ‘একজন মায়ের আবেগ, সন্তানকে নিয়ে সংগ্রামের গল্প যদি কারও সঙ্গে মিলে যায়, আর সেটা নিয়ে যদি কেউ কটাক্ষ করেন, সেটা খুবই দুঃখজনক ব্যাপার।’

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews