1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
নীলফামারীর বালুচরে চাষ হচ্ছে ভুট্টাসহ বিভিন্ন রবিশস্য, বেশি ফলনে কৃষক খুশি » Daily Bogra Times
Logo শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমন দেশ গড়তে চাই, যেখানে জনগণই হবে সব ক্ষমতার মালিক : ড. ইউনূস ভারত থেকে ৫৬ টাকা কেজিতে ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার লিটারে ১৫ টাকা কমানো সম্ভব জ্বালানি তেলের দাম : সিপিডি কর কমায় খেজুরের আমদানি ব্যয় ৬০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত কমতে পারে গোবিন্দগঞ্জে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে তৃণমূল পর্যায়ে ক্লাইমেট ফিনান্স ট্র্যাকিং বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা সাঁথিয়ায় বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের হান্নান সভাপতি আইনুল সম্পাদক দ্বিগুন দামেও মিলছেনা আলুর বীজ, ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ রাসিকের ১৬১ কর্মীকে অব্যাহতি, ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ ৬ বছর পর সেনাকুঞ্জে খালেদা, ড : ইউনূসের সাথে কুশল বিনিময় ৫ আগস্ট কি ঘটেছিল জানালেন হান্নান মাসউদ নাটোরের সিংড়ায় ডেঙ্গু নিধন অভিযান শুরু মান্দায় নদী ও পুকুরপাড় থেকে দুই লাশ উদ্ধার নওগাঁর আলোচিত ও চাঞ্চল্যকর সুমন হত্যার মূল আসামি বুলবুল গ্রেফতার

নীলফামারীর বালুচরে চাষ হচ্ছে ভুট্টাসহ বিভিন্ন রবিশস্য, বেশি ফলনে কৃষক খুশি

নীলফামারী প্রতিনিধিঃ-
  • বুধবার, ১ মে, ২০২৪
নীলফামারীর বালুচরে চাষ হচ্ছে ভুট্টাসহ বিভিন্ন রবিশস্য, বেশি ফলনে কৃষক খুশি
print news

জমিজুড়ে আবাদ করা হয়েছে ভুট্টা, গম, আলু, চিনাবাদাম, মরিচ, পেঁয়াজ, রসুন, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন শাকসবজি। নীলফামারীর বালুচরে চাষ হচ্ছে ভুট্টাসহ বিভিন্ন রবিশস্য, বেশি ফলনে কৃষক খুশি নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীর বিস্তৃত চরে চাষ হচ্ছে এসব রবিশস্য। অথচ কয়েক বছর আগেও এ রকম অবস্থা ছিল না। মাঠের পর মাঠ পড়ে থাকত ধু ধু বালুচর। এসব জমিতে এখন নানা রকমের শাকসবজি ফলিয়ে আয় করছেন কৃষক।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় আবাদযোগ্য জমির মোট পরিমাণ ২৭ হাজার ৩৫৫ হেক্টর। ডিমলার তিস্তার চরে ভুট্টার চাষ হয়েছে ২ হাজার ৫৪০ হেক্টর, গম ১২৫ হেক্টর, আলু ২৪৫ হেক্টর, মরিচ ৪২ হেক্টর, চিনাবাদাম ১২ হেক্টর, বোরো ধান ১৪০ হেক্টর জমিতে আবাদ করা হচ্ছে। পাশাপাশি চাষ হচ্ছে মিষ্টিকুমড়া, রসুন, পেঁয়াজসহ রকমারি ফসল। কৃষি অফিসের সহযোগিতা ও প্রণোদনার আওতায় তিস্তার চরে ১ হাজার ১৩৩ জন কৃষকের মাঝে সার, বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

Screenshot 16 1

কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে বিঘাপ্রতি ৩৫ থেকে ৪৫ মণ পর্যন্ত ভুট্টা পাওয়া সম্ভব, যার বাজারমূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা। ভুট্টা চাষে বিঘাপ্রতি ব্যয় হয় ৮ থেকে ১৫ হাজার টাকা। টেপা খড়িবাড়ি এলাকার কৃষক মো. রফিক বলেন, প্রতিবছর বর্ষায় ভারত ওপার থেকে তিস্তায় পানি ছেড়ে দেয়। এতে দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে দেখা দেয় বন্যা। গত বছর অক্টোবরের শুরুর দিকে তিস্তা নদীর পানিতে বন্যা দেখা দেয়। বালুচরে বন্যায় ঘোলা (মাটি মিশ্রিত) পানি আসায় চরে অধিক পলি পড়েছে। ফলে জমি ও বালুচরের উর্বরতা শক্তি বৃদ্ধি পেয়েছে। ফসলের উৎপাদন ভালো হয়েছে। এবার বন্যার ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, বর্ষার শেষ মৌসুমের বন্যায় নদীর চরগুলোতে বেশি পলিমাটি পড়েছে। এতে স্থানীয় কৃষকরা সবাই চাষাবাদ করছেন। ফলনও বেশ ভালো হয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চরে প্রায় ৭৫ কোটি টাকার ভুট্টা উৎপাদিত হবে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews