1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
'প্রধানমন্ত্রী ঘর দিছে,বৃষ্টির দিনেও শান্তিতে থাকতে পারমু' » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুড়িগ্রামে নদীতে গোসল করতে নেমে নিহত ১ শিক্ষার্থী, উদ্ধার ১  সিরাজগঞ্জের সলঙ্গায় থানা বিএনপির সংবাদ সম্মেলন বগুড়ায় আবাম ফাউন্ডেশনের উদ্যোগে দুইটি নলকূপ স্থাপন  মহাদেবপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ অনুুুুুুুুুুুুুুুুুষ্ঠিত সাঁথিয়ায় বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন গাবতলীতে হালিমাতুস সাদিয়া রাঃ হাফেজি ক্বওমী মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন  পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়তের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনী দিয়ে তুলে নিয়ে অপহরণের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন  সাঁথিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর মৃত্যু  মাদকের বিরুদ্ধে নওগাঁর শিক্ষার্থী ও ইমাম মোয়াজ্জেমদের মানববন্ধন রাজশাহী প্রেস ক্লাবে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন রাজশাহীতে ৬দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বিতর্ক সৃষ্টি হয় এমন কিছুতে আমার হাত দেব না : ধর্ম উপদেষ্টা সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডকে ‘নিআচর্মমতা’ বললেন ইউনূস

‘প্রধানমন্ত্রী ঘর দিছে,বৃষ্টির দিনেও শান্তিতে থাকতে পারমু’

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:
  • মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৮ বার পঠিত
'প্রধানমন্ত্রী ঘর দিছে,বৃষ্টির দিনেও শান্তিতে থাকতে পারমু'
print news

পাভেল মিয়া,সারিয়াকান্দি,(বগুড়া) প্রতিনিধি: ‘ভাইয়ের বাড়িতে একচালা ঘর বানিয়ে ৩ সন্তান নিয়ে দিন কেটে যেত কোনোভাবে। শীতের বাতাস একদিক দিয়ে ঢুইকা অন্য দিক দিয়ে বাহির হইত।বৃষ্টি আসলে মাথায় পানি পড়ছে,কোনোভাবে দিন রাত পার কইর‌া দিতাম। বসবাস করতে অনেক কষ্ট হতো। এখন প্রধানমন্ত্রী নতুন ঘর দিছে। বৃষ্টিতে আর ভিজতে হবে না,শীতে কষ্ট করতে হবে না। বৃষ্টির দিনেও শান্তিতে থাকতে পারমু’। এজন্য আমরা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, শেখ হাসিনার জন্য দোয়া করি আল্লাহ শেখ হাসিনারে অনেক দিন বাঁচাইয়া রাখুক।নতুন ঘরের চাবি হাতে পেয়ে খুশিতে কান্নায় ভেঙে পড়ে এভাবেই কথাগুলো বলছিলেন কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী ফিরোজা বেগম (৬০)। 

বাড়ি পাওয়ার আনন্দে কামালপুর ইউনিয়নের সুতানারা এলাকার ভূমিহীন হাসনা বেগমের চোখে ডেকেছে আনন্দ অশ্রুর বান। ঘর পেয়ে কেমন লাগছে, জিজ্ঞেস করায় হাসনা বলেন, স্বামী ১৫ বছর আগে মারা যাওয়ার পর ‘আমি ছেলে, মেয়ে ও নাতিকে নিয়ে মানুষের জায়গায় কুঁড়েঘর তুলে থাকি। স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে, আমি জমিসহ ইটের একখানা নতুন ঘর পাবো। শেখ হাসিনার সরকার আমাকে ইটের ঘর দিবেন। এই বয়সে ইটের ঘরে থাকতে পারবো। সরকার আমাদের একটি ঘর দিয়েছে,শেষ জীবনে পাকা ঘরে শান্তিতে বসবাস করতে পারব।’দোয়া করি শেখ মুজিবের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।’

এরকম শুধু হাসনা ও ফিরোজা বেগমই নয়, প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর পেয়ে সবাই খুশি। শুধু ঘরই নয়, থাকছে নিজ নামে দুই শতক জমি, স্বাস্থ্যসম্মত টয়লেট, সুন্দর বারান্দাসহ বসবাসের নিরাপদ সুবিধা। তারা এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন।

মঙ্গলবার (১১জুন) সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার ১৮,৫৬৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মধ্যে এসব বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে সারিয়াকান্দিতেও আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মধ্যে নতুন ঘর উপহার দেওয়া হয়। সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১০টি ‘উপকারভোগী’ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লিখন মিয়া, 

 মহিলা ভাইস চেয়ারম্যান,উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল হালিম,উপজেলা মৎস্য অফিসার গোলাম মোর্শেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ তারিফুল ইসলামসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews