আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহার পৌর শহরের ৪ নং ওয়ার্ড যুবদল
কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত সোমবার
(১৯ আগষ্ট) রাত সাড়ে ১০ টায় সাইলো সড়কে অবস্থিত যুবদলের কার্যালয়ে এ
ঘটনা ঘটে। এ খবর পেয়ে সান্তাহার পৌর বিএনপি ও যুবদলের নেতারা ঘটনাস্থলে
আসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সাড়ে ১০ টায় মোটরসাইকেলযোগে
একদল দুর্বিত্ত উক্ত স্থানে এসে যুবদলের কার্যালয়ে ঢুকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে
কার্যালয়ে ঢুকে আগুন লাগিয়ে দেয়।
উক্ত কার্যালয়ে থাকা চেয়ার ও অনান্য আসবাবপত্র পুড়ে যায়। এ সময় উক্ত কার্যালয়ে কেউ ছিলেন না।
এ ঘটনার প্রতিবাদে পৌর যুবদলের উদ্যোগে আজ (মঙ্গলবার) ২০ আগষ্ট সকাল ১১
টায় শহরে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার জানান, উক্ত ঘটনাস্থল থেকে ৭টি ককটেল
সাদৃশ্য বস্ত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।